পুতিন-ট্রাম্প আলোচনার জন্য প্রস্তুত মস্কো, ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায়
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ক্রেমলিন জানিয়েছে, তারা (রাশিয়ার সরকার) মার্কিন পক্ষের সংকেতের অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'পুতিন প্রস্তুত, আমরা সংকেতের অপেক্ষা করছি, সবাই প্রস্তুত।'
চলতি সপ্তাহেই ট্রাম্প-পুতিন ফোনালাপ হওয়া সম্ভব কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে পেসকভ বলেন, 'যদি শিগগিরই এটি [ফোনালাপ] হয়, তেমন কিছু ঘটে, আমরা আপনাদের জানাব।'
এর আগে, বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি 'শিগগিরই' পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে চান।
এসময় ট্রাম্প দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন, যুদ্ধ বন্ধের জন্য ইউক্রেনের সঙ্গে 'একটি চুক্তি করার আগ্রহ দেখানো উচিত' রাশিয়ার।
ওভাল অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 'আমি মনে করি রাশিয়ার একটি চুক্তি করতে আগ্রহী হওয়া উচিত। আমি যেমনটি শুনেছি, তাতে মনে হয়, পুতিন আমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। তারা হয়তো একটি চুক্তি করতে চায়। যত শিগগিরই সম্ভব আমরা দেখা করব। আমি তার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করব।'
ক্রেমলিনের মুখপাত্র আরও বলেন, রাশিয়া পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সের অস্ত্রভাণ্ডারের কথাও বিবেচনা করার ওপর জোর দিচ্ছে তারা।