মস্কোভা ডুবি: ইউক্রেনকে রুশ যুদ্ধজাহাজের অবস্থান জানিয়েছিল আমেরিকা
গত মাসে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায় রাশিয়ার সামরিক শক্তির প্রতীক যুদ্ধজাহাজ মস্কোভা। জাহাজটিতে আক্রমণের ঘটনা ঘটার আগে এর অবস্থান সম্পর্কে ইউক্রেনকে তারা তথ্য দেয় বলে জানিয়েছে আমেরিকা।
বৃহস্পতিবার একজন আমেরিকান কর্মকর্তা বলেন, জাহাজটির অবস্থান বিষয়ক তথ্য জানানো হলেও সেটিতে ইউক্রেন নিজেরাই আক্রমণ চালায়। ইউক্রেনের নিজস্ব অ্যান্টি-শিপ মিসাইল ব্যবহার করে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপকে লক্ষ্যবস্তু করে তারা।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে দেশটিতে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র চালানের পাশাপাশি গোয়েন্দা তথ্য আদান-প্রদান বাড়িয়েছে বাইডেন প্রশাসন।
ভ্লাদিমির পুতিন ফেব্রুয়ারিতে আক্রমণের নির্দেশ দেওয়ার পর থেকে ইউক্রেনকে সমর্থন জানিয়ে আসছে হোয়াইট হাউস। একইসাথে, তারা রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি যুদ্ধকে উস্কে দেওয়ার মতো কোনো পদক্ষেপও নিচ্ছে না।
ওই কর্মকর্তা আরও বলেন, ইউক্রেন মস্কোভাতে আক্রমণের আগ পর্যন্ত তারা এ বিষয়ে অবগত ছিল না। জাহাজ ডুবির ঘটনায় আমেরিকার ভূমিকার খবর প্রথম প্রকাশ করে এনবিসি নিউজ।
সোভিয়েত যুগে নির্মিত মস্কোভা ১৯৮০ এর দশকের শুরুর দিকে কার্যক্রম শুরু করে। ডুবে যাওয়ার আগে জাহাজটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে ছিল। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া ব্যাপক বোমা হামলা চালিয়েছে এই শহরে।
ইউক্রেনের হামলার বিষয়টি নিশ্চিত হলে, ১২ হাজার ৪৯০ টনের মস্কোভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের আক্রমণে ডুবে যাওয়া সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।
আক্রমণ শুরুর পর থেকে এ নিয়ে দুটি যুদ্ধজাহাজ হারিয়েছে রাশিয়া। মার্চ মাসে ইউক্রেনের আক্রমণে ধ্বংস হয় সারাতোভ নামক আরেকটি জাহাজ।
- সূত্র- দ্য গার্ডিয়ান, বিবিসি