সরকারি সম্পত্তি বিনাশকারীদের ওপর গুলি চালানোর হুঁশিয়ারি দিল শ্রীলঙ্কার সরকার
সরকারি সম্পত্তি ও অন্যের জানমালের ক্ষয়ক্ষতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের ওপর গুলিও চালানো হতে পারে।
আজ মঙ্গলবার (১০ মে) এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে শ্রীলঙ্কার সরকার।
নজিরবিহীন অর্থনৈতিক সংকটকালে রাজনৈতিক সহিংসতা চরমে উঠেছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। বিক্ষোভ থেকে জনরোষ রূপ নিয়েছে প্রাণঘাতী সহিংসতায়। কারফিউ লঙ্ঘন করে উত্তেজিত জনতা হামলা চালিয়েছে সরকারের মন্ত্রী-এমপিদের ওপরও। এসব ঘটনায় সরকার দলীয় অনেক আইনপ্রণেতার বাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে।
দেশটির পুলিশের একজন মুখপাত্র নিহাল থালুওয়ারা বলেছেন, মঙ্গলবারের সহিংসতায় কমপক্ষে ২০০ জন আহত হয়েছে।
- সূত্র: এনডিটিভি