শুল্ক অনুমোদনের অপেক্ষায় থাকা গমের চালান রপ্তানি করতে দিচ্ছে ভারত
গম রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে ভারত। ফলে গত ১৩ মে রপ্তানি নিষেধাজ্ঞা ঘোষণার আগে থেকে যেসব গম শুল্ক বিভাগের কাছে পাঠানো হয়েছিল, সেসব গম রপ্তানিতে আর কোনো বাধা রইল না।
মঙ্গলবার (১৭ মে) দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যবস্থায় ভারত মিশরের কাছে গম রপ্তানিতে অনুমতি দিচ্ছে বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে, গত ১৪ মে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞার কথা জানায় ভারত। তবে ১৩ মে বা তার আগে যে লেটার অব ক্রেডিট বা ঋণপত্র ইস্যু করা হয়েছিল সেসব চালানই কেবল রপ্তানির অনুমোদন দিলো দেশটি।
মার্চের মাঝামাঝি সময় ভারতজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা যাওয়ায় গমের উৎপাদন হ্রাস পায়। এরপরই গম রপ্তানিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় দেশটি। যদিও এবছর রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল রেকর্ড ১ কোটি টন।
সেই সময় ভারত সরকারের অনুমতি সাপেক্ষে এবং অন্যান্য দেশের খাদ্য নিরাপত্তার প্রয়োজন ও তাদের সরকারের অনুরোধের ভিত্তিতে গম রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছিল ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)।
তবে কিছুটা শিথিল হলেও একেবারে এ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না দেশটির সরকার। বর্তমানে প্রায় ২.২ মিলিয়ন টন গম রপ্তানির উদ্দেশে বন্দরে বা পরিবহনের অপেক্ষায় রয়েছে। ব্যবসায়ীদের মতে, ৪ লাখ টন গম এলসি করা রয়েছে।
গম রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞার ফলে প্রায় ১.৮ মিলিয়ন টন গম বন্দরে আটকে যায়।