রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি ইইউ
রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধের প্রস্তাবে একমত হতে পারেনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। ১০ দিনেরও বেশি আলোচনার পর, হাঙ্গেরির নেতৃত্বে কয়েকটি দেশের বাধার কারণে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি ইইউ।
ইইউ- এর পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেলের বরাতে এ তথ্য জানিয়েছে রুশভিত্তিক গণমাধ্যম রাশিয়া টুডে।
তবে এ অচলাবস্থা থেকে বেরিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জোসেপ বোরেল।
এর আগে, গত ৪ মে ইউক্রেন ইস্যুতে ৬ দফা নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেয় ইউরোপীয় ইউনিয়ন।
হাঙ্গেরিসহ বেশকয়েকটি দেশের ঐকমত্যে পোঁছাতে না পারার কারণ হিসেবে বোরেল বলেন, 'দেশগুলো রাশিয়ার ওপর অনেকবেশি নির্ভরশীল। এছাড়া, এ দেশগুলো রাশিয়া দ্বারা বেষ্টিত।'
তিনি বলেন, 'কেবল পাইপলাইনের মাধ্যমে তেল পায় দেশগুলো, এগুলো রাশিয়ার কাছ থেকেই আসে।'
ইউরোপীয় ইউনিয়নের এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বরাবরই আপত্তি জানিয়ে আসছে হাঙ্গেরি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া ও বুলগেরিয়া। কেননা ইইউয়ের এ দেশগুলো রাশিয়ার তেলের ওপর অনেকাংশে নির্ভরশীল। হাঙ্গেরির সরকারের মতে, এ নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে।
এর আগে, গত সপ্তাহে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো বলেছিলেন, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে তাদের দেশের যে ক্ষতি হবে, তার সমাধান কী হতে পারে, তা নিয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের কারণে দেশটির ওপর বেশকিছু নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো।
- সূত্র: আরটি