ইসলামবিরোধী মন্তব্যের জেরে ভারতকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার নিন্দা
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দুই সদস্য কর্তৃক মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া মঙ্গলবার (৭ জুন) ভারতের রাষ্ট্রদূতদের তলব করেছে।
গত ২৬ মে মহানবী (স.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর মুসলিম বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ দিল্লির রাষ্ট্রদূতদের তলব করে। সেইসঙ্গে, কুয়েতের একটি সুপারমার্কেট থেকে ভারতীয় পণ্য সরিয়ে ফেলারও খবর পাওয়া গেছে।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য ক্ষোভের জন্ম দিলে মুসলিমদের তোপের মুখে পড়ে বিজেপি। এ ঘটনার পর তাকে পদ থেকে বরখাস্ত করে ভারতের ক্ষমতাসীন এই দল।
গেল সপ্তাহে দিল্লিতে বিজেপির মিডিয়া প্রধান নবীন কুমার জিন্দালও মহানবী (সা.) সম্পর্কে একটি বিতর্কিত টুইট পোস্ট করেছিলেন। পরে অবশ্য তিনি ওই পোস্ট মুছে দেন।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাস্যাহ জানান, মুসলিম বিরোধী বক্তব্যের জেরে জাকার্তায় ভারতের রাষ্ট্রদূত মনোজ কুমার ভারতীকে তলব করেছে সরকার।
টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া, মহানবী (সা.) এর বিরুদ্ধে দুই ভারতীয় রাজনীতিবিদের অগ্রহণযোগ্য অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানায়।
তবে মন্ত্রণালয়ের ওই টুইটটিতে অভিযুক্ত নূপুর শর্মা ও নবীন জিন্দালের নাম উল্লেখ করা হয়নি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাদের দুজনকেই পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটি ভারতীয় রাজনীতিবিদদের 'অসম্মানজনক ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা জানায়। এ মন্তব্য মালয়েশিয়া সরকার 'সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান' করেছে- এমন বার্তাও দেওয়া হয়েছে ভারতীয় রাষ্ট্রদূতকে।
মালয়েশিয়ার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, "মালয়েশিয়া ভারতকে ইসলামোফোবিয়া অবসানে একসঙ্গে কাজ করার এবং শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে যে কোনো উস্কানিমূলক কাজ বন্ধ করার আহ্বান জানায়।"
অন্যদিকে, মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুসলিম দেশগুলোর প্রতিবাদের পর, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তার সদস্যদের পাবলিক প্ল্যাটফর্মে ধর্ম নিয়ে কথা বলার সময় 'অত্যন্ত সতর্ক' হওয়ার নির্দেশ দিয়েছে।
বিজেপির দুই জনের মন্তব্যের জেরে গত এক সপ্তাহ ধরেই ভারতীয় মুসলিমদের তোপের মুখে দেশটির ক্ষমতাসীন দল। ভারতের সংখ্যালঘু মুসলিমরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে প্রতিবাদ ও বিক্ষোভ করে আসছে। এ ইস্যুকে কেন্দ্র করে অভিযুক্ত দুইজনকে দায় সারাভাবে বহিষ্কার করা হলেও তেমন শক্ত প্রতিক্রিয়া দেখায়নি দলটি।
বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, নূপুর শর্মার বক্তব্যের সঙ্গে ভারত সরকার একমত নয়। যে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, তা ভারত সরকারের অবস্থান নয়। সেই মন্তব্য ভারত সরকারের মতাদর্শ নয়। সমাজের কোনো একটি অংশের মনোভাব সেটি।
বিতর্কিত মন্ত্যবের ঘটনায় ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইরান, জর্ডান, আফগানিস্তান, বাহরাইন, মালদ্বীপ, লিবিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াসহ অন্তত ১৫টি দেশ বিবৃতি দিয়ে ভারতের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
- সূত্র: ডন