নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গে বিক্ষোভ, গ্রেপ্তার ৭০
হজরত মুহাম্মদ (স) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ঘটা সহিংস ঘটনা নিয়ে তৎপর হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক সহিংসতার ঘটনা সামনে আসে। এসব ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হিংসাত্মক বিক্ষোভ, ভাংচুর, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তির ক্ষতি এবং পুলিশ কর্মীদের উপর হামলার অভিযোগে হাওড়াসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ৭০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে শুক্রবারও রাজ্যে অবরোধ জারি ছিল। শুক্রবারের নমাজের পর কলকাতা, হাওড়াসহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় অবরোধ। অবরোধ রুখতে একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করে পুলিশ।
গতকাল দুপুরে কলকাতার পার্ক সার্কাস মোড় পথ অবরোধ করেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ।
এদিকে হাওড়ার ধূলাগড়েও হয় একই রকম পথ অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা।
বর্ধমান শহরেও প্রতিবাদ মিছিল করেন মুসলিমরা। অঙ্কুরহাটিতে ৬ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন। নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর অনুরোধেও অবরোধ তোলেননি তারা। বেলা ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে অবরোধ।