ইতিহাসের প্রথম মিম!
'দ্য জাজ' এ প্রকাশিত 'এক্সপেকটেশন ভার্সাস রিয়েলিটি' প্রথম প্রকাশিত মিম নয়। উইসকিনসন অক্টোপাসের ১৯১৯ বা ১৯২০ এর কোন এক সংখ্যায় প্রকাশিত মিমটি ইতিহাসের প্রথম হতে পারে হয়তো।
টুইটারে কমিকটি প্রকাশ করার পর বেশ অলোড়ন তৈরি হয়। অনেকেই ভাবতে শুরু করেন এটাই কি প্রথম ছাপানো মিম-যে ফরম্যাটে অনায়াসেই কৌতুক করা হয়েছে, ছবির নিচে গতানুগতিক কায়দায় ছোট একটা ক্যাপশন কিংবা সাবটাইটেল ব্যবহার করে। কিন্তু এরকমই আরেকটি কমিক সংস্করণ, ঠিক এই কমিকের কাছাকাছি প্রায় একই ধরনের একটি প্রকাশনার হদিশ পাওয়া যায়১৯১৯ কি ১৯২০ সালের দিকে। তবে দুটি কমিকেরই ধরন এক- দুটো ছবি ব্যবহার করে বৈপরিত্য দেখানো হয়েছে, ক্যাপশন বা সাবটাইটেল : Expectations vs. Reality'। ছবি দুটো দেখুন, তাহলে কৌতুকের বিষয়টি স্পষ্ট। এক—'এক্সপেক্টেশন এন্ড রিয়েলিটি' বা 'ভাবনা এবং বাস্তবতা', দুই বিপরীত অবস্থা।
'টাম্বলারের ইয়েস্টারডে প্রিন্ট'-এ কমিকটি প্রথম পোস্ট করা হয়--একজন ইউজার অতীত এবং বর্তমানের একটা তুলনামূলক পার্থক্য বোঝাতে একটি নতুন শিরোনাম দিয়ে পোস্ট করে। তিনি লিখেন: "you/the guy she tells you not to worry about", এই ক্যাপশন ওই সময়ের আরেকটি মিমের কথা মনে করিয়ে দেয়। কিছু কিছু ব্যবহারকারী এটিকে আরো কয়েকভাবে প্রকাশ করে, যেমন: 'If You Don't Love Me / Can't Handle Me'; প্রত্যেকটির ফরম্যাট একই।
কোত্থেকে এল
মিম এসেছে ১৯২১ সালের রস ম্যাগাজিন 'দ্য জাজ' এর একটি সংস্করণে। ম্যাগাজিনের প্রকাশক ইউনিভার্সিটি অফ আইওয়া। 'দ্য জাজ' ম্যাগাজিন এই কমিকের কৃতিত্ব উল্লেখ করে আরেকটি ভিন্ন ম্যাগাজিনের। 'উইসকনসিন অক্টোপাস' নামে এটি প্রকাশ করেছিল উইসকনসিন বিশ্ববিদ্যালয়, ১৯১৯ থেকে ১৯৫৯ সালের মধ্যে।
উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সংগ্রহে ঢুঁ মারলে আরো কিছু 'উইসকনসিন অক্টোপাস ম্যাগাজিনের পুরনো সংস্করণ চোখে পড়ে, যেখানে ঘেঁটে দেখা যায়, 'এক্সপেকটেশন ভার্সাস রিয়েলিটি' ধরনের কমিক সে বারই প্রথম নয়, আরো প্রকাশিত হয়েছে। ১৯১৯ বা ১৯২০ এর কোন এক সংখ্যায় এই কমিকটি খুঁজলে পাওয়া যাবে, যা এখনকার বিচারে মিমের সমতুল্য।
মিম কী
মিম শব্দটি রিচার্ড ডাউকিন্স ১৯৭৬ সালে তার বই 'দ্য সেলফিস জিন' এ প্রথম ব্যবহার করেন।
তিনি এ বইয়ে বলেছেন মিম হল একটি ধারণা যা এক মস্তিষ্ক থেকে অন্যটায় ছড়িয়ে পড়ে।
অক্সফোর্ড অভিধানের ভাষায়, মিম হল কোন ছবি বা ভিডিও বা শব্দ গুচ্ছ যা ইন্টারনেট ব্যবহারকারীরা একজন থেকে অন্যজনে ছড়িয়ে দেয় এবং একটা থেকে প্রায়শই অন্যটি ভিন্নতর বা বৈচিত্রপূর্ণ হয়।
এটাই কি প্রথম মিম
সংজ্ঞা অনুযায়ী, মিম শুধু একটি একক ছবি না। মিম মূল ছবির কপি হতে হবে, এবং নতুন নতুন বৈচিত্রসহকারে ছড়িয়ে যাবে। কাজেই ১৯২১ সালে প্রকাশিত কমিকটি মিম না। তবে ১৯১৯ বা ১৯২০ সালের কমিক এখনকার মিমের সংজ্ঞার সঙ্গে মেলানো সম্ভব। দুটো কমিকের মধ্যেই বৈচিত্র্য যোগ হয়েছে। সংজ্ঞানুযায়ী আমরা একে নিশ্চিতভাবেই প্রথম মিম বলতে পারি না। তবে একে প্রাক-ইন্টারনেট যুগের 'Expectations vs. Reality' মিম বলা যায়। কাজেই এটা নিশ্চত করেই বলা যায় উইসকনসিন অক্টোপাস ম্যাগাজিন তার সময়ের চেয়েও এগিয়ে ছিল।