চিদাম্বরম গ্রেফতার
অর্থ আত্মসাতের অভিযোগে ভারতের সাবেক মন্ত্রী ও প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা পালানিয়াপ্পান চিদাম্বরমকে গ্রেপ্তার করেছে দেশটির তদন্ত সংস্থা। ৭৩ বছর বয়সী চিদাম্বরমকে দক্ষিণ দিল্লির নিজ বাড়ি থেকে বুধবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয় বলে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) মুখপাত্র অভিষেক দয়াল নিশ্চিত করেছেন।
অর্থমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে তাঁর ছেলের কোম্পানির জন্য মরিশাসভিত্তিক একটি ফার্ম থেকে অবৈধভাবে টাকাপ্রাপ্তির অভিযোগ রয়েছে চিদাম্বরমের বিরুদ্ধে। প্রায় তিনশ কোটি রুপির (৪৩ মিলিয়ন মার্কিন ডলার) অর্থপাচারের মামলায় আসামি হিসেবে ইতোমধ্যে তাঁর ছেলে কার্তি চিদাম্বরমের নাম এসেছে।
এদিকে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে চিদাম্বরম পাল্টা অভিযোগ করে বলছেন, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন মোদি সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এসব করছেন। গ্রেপ্তারের ঘণ্টাখানেক আগে চিদাম্বরম সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন। কারণ তার আগের দিন দিল্লি হাইকোর্ট তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয়।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এই সিনিয়র নেতা ১৯৪৫ সালে ব্রিটিশ ভারতের মাদ্রাজে জন্ম নেন। ১৯৮৪ সালে প্রথম তামিলনাড়ুর একটি আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৮৫ সালেই প্রথম মন্ত্রিত্ব পান। গত সাড়ে তিন দশকে তিনি কংগ্রেসের নেতা হিসেবে গুরুত্বপূর্ণ নানা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ১৯৯৬ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কয়েক দফায় এইচ ডি দেবগৌড়া, আই কে গুজরাল ও মনমোহন সিং সরকারের মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
মাঝে কয়েক বছর মনমোহন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন তিনি।