বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি
তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নীলফামারীসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থ্যাকে (বাসস) বলেন, “তিস্তা নদীর দলিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তায় এভাবে পানির উচ্চতা বাড়তে থাকলে নীলফামারী জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে।”
স্থানীয় সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, উঁচু এলাকা থেকে আসা পানির স্রোত এবং প্রবল বৃষ্টিপাতের ফলে নীলফামারী জেলার ১৫ টি চর এলাকা পানির নিচে ডুবে গেছে যেকারণে পানিবন্দী হয়ে পড়েছে ১০ হাজারেরও বেশী পরিবার। ডিমলা উপজেলায় নদীতে পানির উচ্চতা বাড়ায় এক হাজার পরিবার বন্যা কবলিত অবস্থায় আছে।
নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রধান নদীগুলোতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জেলার সব নিম্নাঞ্চলই বন্যাকবলিত হয়ে গেছে।
বন্যার পানির ফলে বাঁধের ক্ষয়ক্ষতি নিরূপণের ব্যবস্থার পাশাপাশি বন্যা কবলিতদের সহায়তার জন্য পর্যাপ্ত রিলিফের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।