অবসরের পাঁচ বছর পর জাতীয় দলে ফিরলেন ইব্রাহিমোভিচ
জ্লাতান ইব্রাহিমোভিচের পক্ষে যেন সবই সম্ভব। না হলে অবসর নেওয়ার পাঁচ বছর পর কেউ জাতীয় দলে ফেরে! চল্লিশ ছুঁইছুঁই বয়সেও এসি মিলানের হয়ে মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন সুইডেনের এই তারকা স্ট্রাইকার। ফিটনেস, ফর্ম সব মিলিয়ে ইব্রাহিমোভিচকে এখনও যোগ্য মনে করেন সুইডেনের কোচ ইয়ানে অ্যান্ডারসন। এ কারণেই বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে ঘোষণা করা সুইডেনের স্কোয়াডে ৩৯ বছর বয়সী ইব্রাকে রেখেছেন কোচ।
২০১৬ সালে জাতীয় দল থেকে অবসর নেন ইব্রাহিমোভিচ। সে বছর ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় সুইডেন। অধিনায়ক হিসেবে দলকে পথ দেখাতে না পেরে সরে দাঁড়ান তিনি। তবে ক্লাব ফুটবলে তার দাপট ঠিকই দেখছিল ফুটবল দুনিয়া। এবার জাতীয় দলেও তার ওপর ভরসা রাখা হচ্ছে।
অবসর ভেঙে ইব্রাকে দলে ফিরিয়ে উচ্ছ্বসিত সুইডেনের কোচ ইয়ানে অ্যান্ডারসন। তার মতে, ইব্রার অভিজ্ঞতা দলকে দারুণভাবে উপকৃত করবে। তিনি বলেন, 'সবার আগে বলতে চাই, সে খুব ভালো ফুটবলার, সুইডেনের সেরা। মাঠে তার অবিশ্বাস্য অভিজ্ঞতা দলের অন্যদের কাজে লাগবে।'
জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেও টানটা থেকে গিয়েছিল ইব্রার মনে। গত বছর এক সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানান সুইডেনের হয়ে ১১২ ম্যাচে ৬২ গোল করা তারকা এই স্ট্রইকার। এমন খবরে ইয়ানে অ্যান্ডারসন মিলানে গিয়ে ইব্রাহিমোভিচের সঙ্গে দেখা করে আসেন। এবার তাকে নিয়েই দল ঘোষণা করলেন সুইডিশ কোচ।
বিশ্বকাপ বাছাইপর্বে জর্জিয়া ও কসোভোর বিপক্ষে ২৫ মার্চ ম্যাচ খেলবে সুইডেন। এ ছাড়া এস্তোনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচও আছে তাদের। এ দুই ম্যাচেই ইব্রার খেলার কথা। পাঁচ বছর পর আবারও তার গায়ে উঠতে যাচ্ছে প্রিয় হলুদ জার্সিটি।
কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে ইব্রাহিমোভিচ এখনও দুর্বার গতিতে এগিয়ে চলছেন। এসি মিলানের হয়ে সিরি এ'র চলতি মৌসুমে ১৪ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি। এবার তার অপেক্ষা রোমাঞ্চকর প্রত্যাবর্তনে। জাতীয় দলে ফিরতে পেরে ইব্রা যে উচ্ছ্বসিত, সেটা বলে দিচ্ছে তার টুইট। কিংবদন্তি এই ফুটবলার লিখেছেন, 'দ্য রিটার্ন অব গড' (ঈশ্বর ফিরলেন)।
ক্লাব ফুটবলে দীর্ঘ ক্যারিয়ার ইব্রাহিমোভিচের। বেশ কয়েকটি নামি ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে তার। মালমো এফএফ দিয়ে ১৯৯৯ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা ইব্রা আয়াক্স থেকে শুরু করে জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), ম্যানচেস্টার ইউনাইটেড, লা গ্যালাক্সির মতো ক্লাবে খেলেছেন।