'সর্বকালের সেরা' মেসি বিশ্বকাপ জিতবেন, নিশ্চিত ছিলেন ইব্রাহিমোচিভ
ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত জলাতান ইব্রাহিমোভিচ। খেলোয়াড় হিসেবেও নিজের সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি। মেসির এক সময়ের বার্সেলোনা সতীর্থ ইব্রাহিমোভিচ কিছুদিন আগেই আর্জেন্টাইন জাদুকরকে সর্বকালের সেরা মানতে নারাজ ছিলেন। বিশ্বকাপ জয়ের পরপরই সেই মেসিকে সর্বকালের সেরা বলে মেনে নিয়েছেন সুইডিশ স্ট্রাইকার।
মেসির সঙ্গে এক বছর বার্সেলোনায় খেলেছেন ইব্রাহিমোভিচ, আর্জেন্টাইন জাদুকরের পক্ষেই সবসময় নিজের ভোট দিয়েছেন এই দীর্ঘদেহী স্ট্রাইকার। তবে ২০২১ ব্যালন ডি'অর মেসিকে দেওয়া নিয়ে আপত্তি ছিলো ইব্রার।
কোপা আমেরিকা জেতার সুবাদে মেসি নিজের ক্যারিয়ারের সপ্তম ব্যালন ডি'অর জেতেন। তবে ইব্রাহিমোভিচের মতে সেটি প্রাপ্য ছিলো রবার্ট লেভানডোভস্কির। এমনকি মেসি নন, সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান ফেনোমেনন রোনালদোকে আখ্যায়িত করেছেন ইব্রাহিমোভিচ।
২০২২ কাতার বিশ্বকাপ আর্জেন্টিনা জেতার পরপরই সুর পালটেছেন ৪১ বছর বয়সেও শীর্ষ সারির ফুটবল খেলা ইব্রাহিমোভিচ, 'মেসি সর্বকালের সেরা খেলোয়াড়, আমি জানতাম সে বিশ্বকাপ জিতবেই।'
আর্জেন্টিনা যে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে তা নিয়ে কোনো সন্দেহ ছিলো না ইব্রার, 'আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এটা নিয়ে আমি নিশ্চিত ছিলাম। তাই আমি মোটেও অবাক হইনি।'
পরপর দুই বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ার সুযোগ ছিলো ফ্রান্স এবং কিলিয়ান এমবাপ্পের সামনে। তবে অল্পের জন্য সেটি না ছোঁয়া হলেও ইব্রাহিমোভিচ নিশ্চিত, এমবাপ্পে আরেকটি বিশ্বকাপ হলেও জিতবেন, 'আমি এটাও নিশ্চিত, এমবাপ্পে অন্তত আরেকটি বিশ্বকাপ জিতবে। ওর সামনে পুরো সময়ই পড়ে আছে।'