অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলে নেই বিশ্বকাপের নায়ক মার্শ-ওয়েড
আগামী ৮ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে অ্যাশেজ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এই সিরিজের প্রথম দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এই দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের দুই জয়ের নায়ক মিচেল মার্শ ও ম্যাথু ওয়েডের। দলে ফিরেছেন ওসমান খাজা ও ট্রেভিস হেড।
সর্বশেষ ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেন উসমান খাজা। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে দলে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডে ৬৭.৩৩ গড়ে ৪০৪ রান করেন খাজা।
দলে আছেন মাইকেল নেসের, ঝাই রিচার্ডসন। শেফিল্ড শিল্ডে ১২.৫০ গড়ে উইকেট ১৬টি উইকেট নিয়েছেন রিচার্ডসন। তবে পেস আক্রমণে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জস হ্যাজেলউডের ওপর ভরসা রাখছে অজিরা। এই তিন জনের বিকল্প হিসেবে হিসাবে নেসের ও রিচার্ডসনকে দলে রাখা হয়েছে। ফাইনালের নায়ক মার্শকে রাখা হয়েছে 'এ' দলে।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন মার্কাস হ্যারিস। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন হ্যারিস। ৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। অ্যাডিলেডে ১৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট।
অ্যাশেজের প্রথম দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড: টিম পেইন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্কাস হ্যারিস, মারনাস লাবুশেন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, মাইকেল নেসের, ঝাই রিচার্ডসন ও মিচেল সোয়েপসন।