অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের পাশে তামিম-নাজমুল
করোনাভাইরাসের প্রকোপে স্থবিরতা নেমে এসেছে সবখানে। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তাররোধে দেশে অঘোষিত লকডাউন চলছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। এসব মানুষের সাহায্যে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। জাতীয় ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটারই করোনাভাইরাস মোকাবিলায় কাজ করে যাচ্ছেন।
এর মধ্যে অন্যতম বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও বাঁহাতি এই স্পিনার নাজমুল ইসলাম অপু। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই বিভিন্নভাবে দুস্থ-অসহায়দের সাহায্য করে যাচ্ছেন এ দুজন ক্রিকেটার। এবার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সাহায্যে এগিয়ে এসেছেন তামিম-নাজমুল।
নারায়নগঞ্জের ফরাজিকান্দায় ১৫ জন মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা দিয়েছেন তামিম ও নাজমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নাজমুল হোসেন বলেছেন, 'এই সঙ্কটময় মুহূর্তে খারাপ অবস্থায় থাকা মানুষদের সাহায্য করার চেষ্টা করছি। অনেকে তাদের সদস্যার কথা বলতেও পারছেন না। আমার এলাকায় বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন, যারা ভালো অবস্থায় নেই। এ কারণে আমি এবং তামিম ভাই তাদের জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদেরকে কিছু নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় উপহার দিয়েছি। উপজেলা নির্বাহী ম্যাডাম এসব তাদের হাতে বুঝিয়ে দিয়েছেন।'
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে নারায়নগঞ্জ। এখানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপের শুরু থেকেই নারায়নগঞ্জে কাজ করে আসছেন নাজমুল ইসলাম।
বন্ধু এবং তামিমের সহায়তায় অন্তত ৮০০ পরিবারকে ইতোমধ্যে সহায়তা দিয়েছেন জাতীয় দলের বাঁহাতি এই স্পিনার। করোনা মোকাবিলায় কয়েক সপ্তাহধরে পরিবার ছেড়ে বাড়ির বাইরে থাকছেন নাজমুল ইসলাম।
মুক্তিযোদ্ধাদের সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, 'দেশের জন্য তারা যা করেছেন সেটার দায়বদ্ধতা থেকেই তাদের জন্য আমাদের এই উপহার। অনেকেই খুব কষ্টে আছেন। তাই আমরা তাদের পাশে দাঁড়ানোর কথা ভেবেছি। এ ছাড়া মানুষকে সাহায্য করার এটাই সেরা সময়।'
করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে দুস্থ মানুষদের সাহায্য করে আসছেন তামিমও। প্রাণঘাতী এই ভাইরাস মোকাবিলায় তার সহায়তা দেওয়ার লিস্টটা বেশ লম্বা। মাশরাফি বিন মুর্তজার পরামর্শে ২৭ জন ক্রিকেটারের এক মাসের অর্ধেক বেতন দান করার পুরো প্রক্রিয়া সমন্বয় করেন তামিম। ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিল গঠনের কমিটিতে আছেন তিনি।
অ্যাথলেট সামিউল ইসলামের পরিবারকে তিন মাসের খরচ দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। নাজমুল ইসলামের খাদ্য সহায়তা কার্যক্রমে বেশ কয়েকবার অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ ওপেনার।
'একজন বাংলাদেশ' নামে পরিচিত হয়ে ওঠা নাফিসা খানের মাধ্যমেও অনেক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। বিভিন্ন খেলার ৯১ ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়েছেন তামিম। এদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান।