আইপিএলে ফের ঠিকানা বদলালো মুস্তাফিজের
দুই মৌসুম পর আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। ২০২১ আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ভারতীয় ক্রিকেটের জমজমাট এই আসরে আরও একবার ঠিকানা বদলেছে মুস্তাফিজের। এবার রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন তিনি।
১ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্যও ছিল এক কোটি রুপি। এবার নিয়ে চুতর্থবারের মতো আইপিএলে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মুস্তাফিজ তার খেলা শেষ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিলেন।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলের এবারের আসরে দল পেলেন মুস্তাফিজ। তার আগে সাকিব আল হাসান দলে ভেড়ায় কলকাতাা নাইট রাইডার্স (কেকেআর)। সাকিবকে দলে নিতে কলকাতাকে খরচ করতে হয়েছে ৩ কোটি ২০ লাখ রুপি।
মুস্তাফিজের আইপিএল অভিষেক ২০১৬ সালে। এই আসরে প্রথমবারের মতো নিলামে ওঠেন মুস্তাফিজ। সেবার ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে তাকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলে নিজের প্রথম আসরেই বল হাতে বাজিমাত করেন মুস্তাফিজ। বল হাতে ১৭ উইকেট নিয়ে জেতেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। তার দারুণ পারফরম্যান্সে দলও জেতে শিরোপা।
পরের আসরেও হায়দরাবাদের হয়ে খেলেন বাংলাদেশের এই পেসার। তবে এই আসরে নিজেকে সেভাবে মেলে ধরা হয়নি তার। পরের বছর তাকে ছেড়ে দেয় হায়দরাবাদ। ২০১৮ আইপিএলে ২ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাইতেও আলো ছড়াতে পারেননি মুস্তাফিজ। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা তাই তাকে ছেড়ে দেয়। ২০২০ সালের আইপিএলে তাকে দলে নিতে কলকাতা নাইট রাইডার্স আগ্রহ প্রকাশ করলেও বাংলাদেশ দলের শ্রীলংকা সফরে যাওয়ার কথা থাকায় আইপিএল খেলার অনুমতি পাননি মুস্তাফিজ।
এবার তার ঠিকানা হলো রাজস্থান রয়্যালসে। দলটিতে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাবেন বেন স্টোকস, জস বাটলার, জফরা আর্চার, ক্রিস মরিস, ডেভিড মিলারদের। আইপিএলে ২৪ ম্যাচে ২৮.৫৪ গড়ে ২৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।