আই লিগ অভিষেকে জামালের মুখে জয়ের হাসি
কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে অভিষেকটা ঝলমলে হলো জামাল ভূঁইয়ার। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের অভিষেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতার ঐতিহ্যবাহী দলটি।
শনিবার আই লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে কলকাতা মোহামেডান। ম্যাচটিতে সুদেভা দিল্লি এফসিকে ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র গোলটি করেন ফয়সাল আলী। ম্যাচের ৫৭তম মিনিটে গোল করে মোহামেডানবে এগিয়ে নেন এই মিডফিল্ডার।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনের ম্যাচে মোহামেডানের হয়ে ৮৭ মিনিট খেলেন জামাল। এরপর তাকে তুলে নেন কোচ। এই সময়ে নিজের স্বভাবজাত খেলা খেলেন জামাল। প্রতিপক্ষের আক্রমণ সামলানো থেকে শুরু করে দলের আক্রমণে সাহায্য করে গেছেন এই মিডফিল্ডার।
অবশ্য জামাল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শঙ্কা জেগেছিল। গুঞ্জন উঠেছিল কলকাতা মোহামেডানের হয়ে আই লিগে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ অধিনায়কের বিকল্প খেলায়াড় খুঁজছে দলটি। কিন্তু বিষয়টি গুঞ্জনই থেকে গেছে। অনিশ্চয়তা কাটিয়ে গত ২৪ ডিসেম্বর কলকাতা যান জামাল। কোয়ারেন্টিনে থাকার পর দলের সঙ্গে টানা অনুশীলন করেন তিনি। এরপর প্রথম ম্যাচেই একাদশে সুযোগ হলো তার।
সর্বশেষ বাংলাদেশি ফুটবলার ২০১৪ সালে অ্যাটলেটিকো দি কলকাতার হয়ে খেলেন মামুনুল ইসলাম মামুন। এবার খেলছেন জামাল। কলকাতা মোহামেডান থেকে প্রতি মাসে প্রায় ৬ লাখ টাকা (৭ হাজার ডলার) পারিশ্রমিক পাবেন বাংলাদেশ অধিনায়ক।