আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের ভেন্যুর কিউরেটরের মৃত্যু, তদন্তে স্থানীয় পুলিশ
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর মোহন সিং মারা গেছেন। আগে চণ্ডীগড়ের মোহালি স্টেডিয়ামের সাথে যুক্ত থাকা ভারতীয় এই কিউরেটর রোববার সকালে মারা যান। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি, তবে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ তাদের এক খবরে জানিয়েছে, আবু ধাবি ক্রিকেটের এক কর্মকর্তা মোহনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মোহনের পরিবার আবু ধাবির পথে আছে বলে খবরে জানানো হয়েছে।
রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-আফগানিস্তান। এই ম্যাচ চলাকালীন মোহনের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকর্তাদের সাথে মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। তবে বিশ্বকাপে ভারতীয় এই কিউরেটরের কাজ করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এমন খবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক প্রধান কিউরেটর দালজিৎ সিং বলেছেন, 'এটা খুবই মর্মান্তিক, সে আমার খুবই পরিচিত ছিল। সে অত্যন্ত পরিশ্রমী, প্রতিশ্রুতিবদ্ধ এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি ছিল। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।'
২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান মোহন সিং। এর আগে দালজিৎ-এর তত্ত্বাবধানে ১০ বছরেরও বেশি সময় কাজ করেন মোহন। দালজিৎ বলেন, 'সে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতো। আমি তার পরিবারের খোঁজ-খবর নিয়ে দেখব।'