আফগানিস্তান বিশ্বকাপ জিতলে বিয়ে করবেন রশিদ খান
আফগানিস্তানের বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা খুব একটা সমৃদ্ধ নয়। যে কয়বার বিশ্বকাপ খেলার সুযোগ হয়েছে, আফগানিস্তানের জন্য অংশগ্রহণ করাটাই বড় কথা হয়ে থেকেছে। এখন পর্যন্ত নক আউট পর্বেই জায়গা করে নিতে পারেনি দলটি। এমন একটি দলের ক্রিকেটার হয়ে কঠিন এক শপথ নিয়ে নিলেন রশিদ খান।
আফগানিস্তানের তারকা এই লেগ স্পিনার জানিয়েছেন, তার দেশ বিশ্বকাপ জেতার পর বিয়ে করবেন তিনি। এরআগে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। আফগানিস্তানের আজাদী রেডিওতে সাক্ষাৎকার দেওয়ার সময় বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে কঠিন এই পণ করে বসেন রশিদ।
৭৪৯ পয়েন্ট নিয়ে আইসিসির টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা রশিদ সাক্ষাৎকারে বলেন, 'আফগানিস্তান ক্রিকেট বিশ্বকাপ জেতার পরে আমি বাগদান সারব এবং বিয়ে করব।'
ছোট দলের বড় তারকা রশিদ খান। ইতোমধ্যে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করা এই ক্রিকেটার অবশ্য প্রতিজ্ঞা পূরণ করার জন্য সময় পাচ্ছেন। মাত্র ২১ বছর বয়স চলছে তার। আগামী তিন বছরের মধ্যে তিনটি বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। এরআগে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ আছে আফগানিস্তানের। যদিও বিশ্বকাপে অংশ নেওয়াই নিশ্চিত নয় তাদের। কারণ বাছাই পর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হয় আফগানিস্তানকে। সেখানে বিশ্বকাপ জিতে বিয়ে করার প্রতিজ্ঞাটা রশিদের জন্য বড় চ্যালেঞ্জ, সেটা বলাই বাহুল্য।
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন আফগান এই লেগ স্পিনার। অভিষেকের ৫ বছরে দেশের হয়ে ৪টি টেস্ট, ৭১টি ওয়ানডে ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন রশিদ। তিন ফরম্যাটেই আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।
ওয়ানডেতে রশিদ উইকেট নিয়েছেন ১৩৩টি। ৪৮ টি-টোয়েন্টিতে তার শিকার ৮৯ উইকেট। এ ছাড়া ৪ টেস্টে রশিদের নামের পাশে আছে ২৩টি উইকেট।