আসগরের বিদায়ী ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দিল আফগানরা
চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, দল দারুণ ছন্দে; এমন সময়ে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগানের। নামিবিয়ার বিপক্ষে বিদায়ী ম্যাচ খেলতে নামলেন আসগর, খেললেন ৩২ রানের ইনিংস। সতীর্থরাও বুক চিতিয়ে লড়ে গেলেন, তাতে নামিবিয়াকে উড়িয়ে বিশাল এক জয় তুলে নিল আফগানিস্তান।
রোববার আবু ধাবিতে সুপার লিগে ২ নম্বর গ্রুপের ম্যাচে নামিবিয়াকে ৬২ রানে হারিয়েছে মোহাম্মদ নবীর দল। তিন ম্যাচের দুটিতে জয় পেল আফগানরা। দুটিতেই শাসন জারি রেখে জিতেছে তারা। প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানে বড় ব্যবধানে হারানো আফগানিস্তান এই ম্যাচেও হেসেখেলে জিতল।
বড় দুই জয়ে এই গ্রুপে নেট রান রেটে সবচেয়ে এগিয়ে আফগানরা। বাকি থাকা দুই ম্যাচের একটিতে জিতলেই সেমি-ফাইনালের টিকেট পেয়ে যেতে পারেন রশিদ খান, নবীরা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। পরের দুই ম্যাচে আবু ধাবিতে আগামী ৩ নভেম্বর ভারত ও ৭ নভেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান।
নামিবিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নামে আফগানরা। হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদের দারুণ উদ্বোধনী জুটির পর আসগর আফগান ও মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৬০ রান তোলে আফগানিস্তান। জবাবে ম্যাচসেরা নাভিন-উল-হক, হামিদ হাসান, রশিদ খানদের বোলিং তোপে ২০ ওভারে ৯ উইকেটে ৯৮ রানে থামে নামিবিয়ার ইনিংস।
জয়ের লক্ষ্যেব্যাটিং করতে নামা নামিবিয়ার হয়ে কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি। ২৫ লক্ষ ৪১ হাজার জনসংখ্যার দেশটির পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন অলরাউন্ডার ডেভিড ভিসা। এ ছাড়া মাইকেল ভ্যান লিঙ্গেন ১১, রিকোল লফটি-ইটন ১৪, অধিনায়ক জেরহার্ড এরাসমাস ১২ ও রুবেল ট্রাম্পেলম্যান ১২ রান করেন। নাভিন ও হামিদ ৩টি করে উইকেট নেন। গুলবাদিন নাঈব ২টি ও রশিদ খান একটি উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই নামিবিয়ার বোলারদের ওপর ঝড় বইয়ে দেন জাজাই ও শাহজাদ। জাজাই ২৭ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করেন। শাহজাদ ৩৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। বিদায়ী ম্যাচ খেলতে নামা আসগর ২৩ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩১ রান করেন। অধিনায়ক নবী ১৭ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। নামিবিয়ার হয়ে ২টি করে উইকেট নেন রুবেন ও লফটি-ইটন।