উইজডেনের বর্ষসেরার তালিকায় চট্টগ্রামের ছবি
উইজডেনের ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৭তম সংস্করণ প্রকাশ করা হয়েছে বুধবার। এই সংস্করণে ২০১৯ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। নারী ক্রিকেটারদের মধ্যে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। এ ছাড়া টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৭তম সংস্করণে ২০১৯ সালের ১১টি ছবিকে বর্ষসেরা হিসেবে ঘোষণা করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন।
বর্ষসেরা ছবির মধ্যে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের মুহূর্ত, অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের আগে দলের ক্রিকেটারদের সঙ্গে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের কথপকথনের মুহূর্ত , ২০১৯ বিশ্বকাপ ফাইনালের সুপার ওভারে মার্টিন গাপটিলকে জস বাটলারের রান আউট করার মুহূর্তগুলো।
এর মধ্যে একটি ছবি আছে বাংলাদেশের চট্টগ্রামের। যদিও এটা ক্রিকেট মাঠের কোনো দৃশ্য নয়। চট্টগ্রামের ফিশারি ঘাটে তিন কিশোরের ক্রিকেট খেলার একটি ছবি উইজডেনের বর্ষসেরা ১১টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে। ছবিটি ডেইলি স্টারের আলোকচিত্রী রাজিব রায়হানের তোলা।
২০১৯ সালটা স্বপ্নের মতো কাটানো বেন স্টোকসের বর্ষসেরা হওয়ার মধ্য দিয়ে উইজডেনে রাজত্ব শেষ হয়েছে বিরাট কোহলির। উইজডেনের গত তিন সংস্করণের সেরা ক্রিকেটার ছিলেন ভারত অধিনায়ক। এবার সেই মুকুট উঠলো স্টোকসের মাথায়।
ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৭তম সংস্করণে বর্ষসেরা হিসেবে জায়গা হয়েছে জফরা আর্চার (ইংল্যান্ড), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), সাইমন হারমার (দক্ষিণ আফ্রিকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া) ও মার্নাস ল্যাবুশেনের (অস্ট্রেলিয়া)।