উৎসব ছাড়িয়ে উন্মাদনা, ইতালিতে নিহত এক
৫৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠার উচ্ছ্বাসে ফেটে পড়েছিল ইংল্যান্ডের সমর্থকরা। উৎসব করতে গিয়ে সীমা ছাড়িয়ে গিয়েছিলেন তারা। লন্ডনে গ্রেপ্তার করা হয় ২০ জনকে। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইতালি; তাদের উচ্ছ্বাস তাহলে কতোটা?
অবশ্যই বাধনহারা, আর এতেই ঘটেছে দুর্ঘটনা। শিরোপা উৎসব করতে গিয়ে ইতালিতে একজন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে। বার্তা সংস্থা রয়টার্স এমনই খবর দিয়েছে।
৫৩ বছর পর ইউরোর শিরোপা জিতেছে ইতালি। সর্বশেষ ১৯৬৮ সালে এই আসরের শিরোপা ঘরে তুলেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দীর্ঘ অপেক্ষা শেষে শিরোপা পেয়ে ইতালির সমর্থকরা 'উন্মাদ' প্রায়। শিরোপা উৎসব এমন উন্মাদনায় রূপ নেয় যে, তাতে একজনের প্রাণই চলে গেছে! বিভিন্ন জায়গায় আহত হয়েছেন আরও অনেকে।
রয়টার্সের খবর অনুযায়ী, শিরোপা উৎসব করতে গিয়ে সীমা ছাড়িয়ে যান ইতালিয়ান সমর্থকরা। বেপরোয়াভাবে বিজয় উদযাপন করতে থাকেন তারা। এতে ঘটে যায় দুর্ঘটনা। সিসলিতে ২২ বছরের এক তরুণ নিহত হয়েছে। এ ছাড়া মিলানে কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার রাতে টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইউরোপের শ্রেষ্ঠত্ব জেতে ইতালি। এরপর উৎসবের দেশে পরিণত হয় ১৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতা আজ্জুরিরা। শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর রোম, মিলানসহ ইতালির সব শহরে বিজয় উৎসব শুরু হয়।
নিহত হওয়া ২২ বছরের ওই তরুণ বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে রাজধানীতে বিজয় উৎসবে যোগ দিতে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। যাওয়ার পথে রাস্তায় দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান ইতালিয়ান এই সমর্থক।
মিলানের আকাশ আলোর ঝলকানিতে ভরে ওঠে। চলতে থাকে আতশবাজি। এই আতশবাজিতে অনেকে আহত হন। আতশবাজি হাতের ওপর বিস্ফোরিত হওয়ায় এক ব্যক্তির তিনটি আঙুল উড়ে গেছে। রাস্তায় হাজার হাজার মানুষ বিজয় উল্লাস করেন। এখানেও অনেকে হুড়োহুড়ির মাঝে আহন হন।
একটি খুনের ঘটনাও ঘটেছে। সাউথ ফগিয়া শহরে শিরোপা উৎসবের বিশৃঙ্খল পরিবেশের মধ্যে একজনকে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, পুরনো শত্রুতার জের ধরে কেউ এই খুন করে থাকতে পারেন।