একসঙ্গে ৩২ কোটি গালি খেয়েছি: তামিম
দেশসেরা ব্যাটসম্যান তিনি। তিন ফরম্যাটে রান, সেঞ্চুরিসহ সবকিছুতেই সবার চেয়ে এগিয়ে তামিম ইকবাল। ব্যাট হাতে দলকে পথ দেখানো বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আউটফিল্ডেও দুর্বার। ফিল্ডার হিসেবেও দারুণ তিনি। উড়ন্ত বলাকার মতো করে চোখ জুড়িয়ে দেওয়া অনেক ক্যাচই নিতে দেখা গেছে তামিমকে।
আছে বিষাদী অভিজ্ঞতাও। যেমনটি হয়েছিল ২০১৫ বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে জেতা ঐতিহাসিক সেই ম্যাচে ক্রিস ওকসের ক্যাচ ফেলে দেন তামিম। ম্যাচের গুরুত্বপূর্ণ সে সময়ে অমন একটি ক্যাচ ফেলে নিজেকে মাফ করতে পারছিলেন না বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার। মাটির সঙ্গে মিশিয়ে যেতে ইচ্ছা করছিল তামিমের।
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজার পর নিজের চেয়ে জুনিয়র দুজন ক্রিকেটারকে নিয়ে ফেসবুক লাইভে আড্ডা দেন তামিম। শুক্রবার রাতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে সঙ্গ দেন দুই পেসার রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
আড্ডার এক পর্যায়ে যোগ দেন নাসির হোসেন। ডানহাতি এই অলরাউন্ডারই ২০১৫ বিশ্বকাপে তামিমের সেই ক্যাচ মিসের কথাটা মনে করান। কারণ ক্যাচ মিস নিয়ে প্রায়ই নাসিরের সঙ্গে মজা করতেন তামিম।
নাসিরকে তামিম বলতেন, 'নাসির চিন্তা কর, বিশ্বকাপের ফাইনাল খেলা, ১ বলে ২ রান দরকার, বল আকাশে উঠল, তুই ক্যাচ মিস করলি। তোর কেমন লাগবে?' নাসিরের এ জাতীয় অভিজ্ঞতা না হলেও তামিমের হয়েছে।
সেটাই মনে করিয়ে তামিমের অনুভুতি জানতে চান দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির। তিনি প্রশ্ন করেন, 'আমরা ক্যাচ নিয়ে মজা করতাম। আমি জানতে চাই, বিশ্বকাপে অ্যাডিলেডের ম্যাচে তাসকিনের বলে যে ক্যাচটা ছেড়েছিলেন, তখন কেমন লেগেছিল?'
উত্তরে তামিম জানান তার সেই দুমড়ে মুচড়ে যাওয়া অনুভূতির কথা। বাংলাদেশ ওপেনার বলেন, 'এটা নিয়ে (ক্যাচ নিয়ে) নাসিরের সঙ্গে মজা করতাম। আল্লাহ মনে হয় বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, আর আমার সঙ্গেই ঘটে গেছে ঘটনাটা।'
দেশসেরা এই ওপেনার বলেন, '২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আমি ওকসের ক্যাচটা ছেড়েছিলাম তাসকিনের বলে, যে সময় খেলাটা খুব ক্লোজ হয়ে গিয়েছিল। ক্যাচটা ছাড়ার পর আমার কাছে মনে হচ্ছিল, মাটি দুই ভাগ হয়ে যাক, আমি ভেতরে ঢুকে যাই, আমাকে কেউ আর দেখার দরকার নাই। আমি ওই মুহূর্তে একসঙ্গে ৩২ কোটি গালি খেয়েছি। ৩২ কোটি কারণ, বাংলাদেশের ১৬ কোটি মানুষ, একটা করে গালি তো দেয়নি, দুটি করে দিয়েছে সবাই।'
তামিম ক্যাচ ফেললেও সেই ম্যাচে শেষ হাসি হাসে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে অ্যাডিলেডের সেই ম্যাচটি জিতে প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। যদিও তামিম ক্যাচ ফেলার পর জয়ের পথ কঠিন হয়ে ওঠে। রুবেলের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত জয়ের দেখা মেলে। তামিম ক্যাচ ছাড়ার পরের ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ এক জয় এনে ডানহাতি এই পেসার। স্বস্তি ফেরে তামিমের মনে।
এ বিষয়ে তামিম বলেন, 'তারপর রুবেল দুই উইকেট নিয়ে নিল। ওই খেলার হাইলাইটস দেখলে দেখবি সবাই রুবেলের পেছনে দৌড়ায়, সবাই তো রুবেলের পেছনে দৌড়েছে যে ম্যাচ জিতে গেছি বলে। আর আমি রুবেলের পেছনে দৌড়েছি যে, আমি বেঁচে গেছি। যদি ওই ম্যাচ হারতাম, তাহলে আমার আর বাংলাদেশে আসা লাগত না।'