এবার বিয়ারের বোতল সরিয়ে রাখলেন পগবা
ইউরো চ্যাম্পিয়নশিপে বিপাকেই পড়ে যেতে হচ্ছে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে। অফিসিয়াল স্পন্সর হওয়ার পরও ফুটবলাররা খুব একটা তোয়াক্কা করছেন না। আগেরদিন সংবাদ সম্মেলনের টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রাখেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার বিয়ারের বোতল সরিয়ে রাখলেন পল পগবা।
মঙ্গলবার রাতে জার্মানির বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। ১-০ গোলের জয় দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে জিতলেও ম্যাচে দারুণ খেলেছেন পগবা। ফরাসিদের জয়ের নায়ক ছিলেন অধিনায়ক পগবাই।
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে আসেন পগবা। বসার পর টেবিলের দিকে নজর যায় তার। পগবার সামনে দুটি কোকাকোলা, একটি পানি ও একটি বিয়ারের বোতল রাখা ছিল। বসার একটু পরই বিয়ারের বোতলটি সরিয়ে নিচে রেখে দেন পগবা। এবারের ইউরোতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের স্পন্সর হয়েছে হ্যানিকেন বিয়ার।
এর আগে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল টেবিল থেকে সরিয়ে রাখেন রোনালদো। পানির বোতল তুলে ধরে বলে ওঠেন, 'পানি পান করুন।' এই ঘটনায় মোটা অঙ্কের ক্ষতি হয়েছে কোকাকোলার। আট ঘণ্টার মধ্যে কোকাকোলার ব্যান্ডমূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। শেয়ারের দাম কমে যাওয়ায় ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা খোয়া গেছে কোকাকোলার।
শেয়ারের মূল্য ১.৬ শতাংশ কমে গেছে কোকাকোলার। তাদের ব্র্যান্ডমূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে নেমে ২৩ হাজার ৮০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ৪০০ কোটি ডলার খোয়াতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।