ওসাকার মাথায় সেরার মুকুট
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে ক্রমেই রাজত্ব কায়েম করছেন নাওমি ওসাকা। ২০১৯ সালে প্রথমবারের মতো এই আসরের শিরোপা জেতেন বর্তমানে এশিয়ার সেরা এই নারী টেনিস তারকা। যদিও গত আসরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাকে। কিন্তু এবার ঠিকই কোর্টে রাজত্ব দেখালেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন ওসাকা। ফাইনালে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন ওসাকা।
শনিবার রড লেভার এরেনায় দুর্দান্ত ফর্মে থাকা ওসাকার সামনে পাত্তাই পাননি ব্র্যাডি। প্রথম সেট ৬-৪ গেমে জেতার পর দ্বিতীয় সেটে ব্র্যাডিকে ৬-৩ ব্যবধানে হারান ২৩ বছর বয়সী এই টেনিস তারকা।
এটা ওসাকার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। দুটি অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও দুইবার ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি (২০১৮, ২০২০)।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতার পথে শেষ আটে চাইনিজ চাইপের সাই সি উইকে সরাসরি সেটে হারিয়ে সেমি ফাইনালে ওঠেন ওসাকা। সেমি ফাইনালে সাবেক নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালের টিকেট কাটেন তিনি।