ঔদ্ধত্যপূর্ণ আচরণের পর ক্ষমা চাইলেন সাকিব
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে মুখোমুখি আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে ফেসবুক লাইভ ও ইউটিউবে চোখ ছিল অনেক ক্রিকেটমোদীরই। কিন্তু মাঠের লড়াইয়ে বিশেষ কিছু মেলেনি। যা উত্তেজনা, সব সাকিব আল হাসানের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে।
বিসিবির জৈব সুরক্ষা বলয় ভেঙে আলোচনায় এসেছিলেন সাকিব। এর কয়েকদিন পর আবারও বিতর্কে বাঁহাতি এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠেই স্টাম্পে লাথি মারা ও দুই হাতে স্টাম্প তুলে আছাড় মারায় এবার শাস্তির খড়্গে পড়তে যাচ্ছেন মোহামেডোন স্পোর্টিং ক্লাবের অধিনায়ক।
এমন অশোভন আচরণের কারণে ম্যাচের পর ক্ষমা চেয়েছেন সাকিব। বাংলাদেশ অলরাউন্ডার তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, 'প্রিয় ভক্ত ও অনুসারীরা, নিজের মেজাজ হারানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে ম্যাচের আবহ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। তাদের কাছে, বিশেষ করে যারা বাড়িতে বসে খেলা দেখছেন।'
আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছে এমন আচরণ কোনভাবেই কাম্য নয়। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত এ রকম হয়ে যায়। এই মানবিক ভুলের কারণে আমি দল, ম্যানেজমেন্ট ও টুর্নামেন্টের কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না। ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা ' যোগ করেন সাকিব।
শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে খেলা চলাকালীন আম্পায়ারের সামনেই স্টাম্প তুলে আছাড় মারেন সাকিব। এরআগেই অবশ্য মেজাজ হারান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক। একটি আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় তেড়ে যান সাকিব। লাথি মেরে ভেঙে দেন তিনি। আম্পায়ারের সঙ্গে অশালীন ভাষা ও অশোভন আচরণ করতে থাকেন তিনি।