করোনামুক্ত মাশরাফি বিন মুর্তজা
অবশেষে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আক্রান্ত হওয়ার ১০ দিনের মাথায় নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। তখন করোনা পজেটিভ আসে। এরপর কয়েকদিন অপেক্ষা করে গত রোববার আবার নমুনা পরীক্ষা করান ওয়ানডের সফলতম অধিনায়ক। এবার ফল নেগেটিভ এসেছে। আক্রান্ত হওয়ার ২৪ দিন পর করোনামুক্ত হলেন মাশরাফি।
তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার ফলও নেগেটিভ এসেছে। তবে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি করোনা পজিটিভই আছেন। করোনামুক্ত না হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে। মঙ্গলবার রাতে পরীক্ষার ফল পেয়েছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন মাশরাফি। তিনি বলেন, 'আমার ফল নেগেটিভ এসেছে, আমার স্ত্রী এখনও পজিটিভ। ওর জন্য দোয়া প্রার্থনা করছি।'
গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়। বাসাতে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা মাশরাফি দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে জানতে পারেন পজিটিভই আছেন। এরপর ১৪ দিন পেরিয়ে গেলেও আর পরীক্ষা করাননি তিনি। স্ত্রী সুমি ও ছোট ভাই মোরসালিনের সঙ্গে পরীক্ষা করাবেন বলে অপেক্ষা করছিলেন তিনি।
মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির করোনাভাইরাস সনাক্ত হয় গত ২৫ জুন। এরআগে ২৩ জুন মোরসালিনের শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হওয়ার পরদিনই মাশরাফি তার ৯ বছর বয়সী মেয়ে হুমায়রা ও সাড়ে ৫ বছর বয়সী ছেলে সাহেলকে বাবা-মায়ের কাছে নড়াইলে পাঠিয়ে দেন। হুমায়রা-সাহেল এখনও নড়াইলেই আছে।
সুস্থতার খবর জানিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন মাশরাফি। সবাইকে ধন্যবাদ জানিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।'
'আজ রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানাভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।'
সবাইকে লড়াই করার আহ্বান জানিয়ে মাশরাফি আরও লিখেছেন, 'বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।'
মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার পর তাকে নিয়ে অনেক খবরই প্রকাশ হয়েছে। এর মধ্যে বেশ কিছু খবর ছিল ভিত্তিহীন। হাসপাতালে সিট পাননি মাশরাফি; এমন খবরের পর সত্যতা জানাতে ফেসবুকে পোস্ট দেন তিনি। এরপর তার করোনা নেগেটিভের খবর প্রকাশ করা হয় কয়েকটি সংবাদমাধ্যমে। এবারও নিজের সত্যিকার অবস্থা জানাতে বাধ্য হয়ে ফেসবুকে পোস্ট দিতে হয় মাশরাফিকে।