করোনামুক্ত মাহমুদউল্লাহ রিয়াদ
করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই সপ্তাহের আগেই করোনামুক্ত হলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মাহমুদউল্লাহর পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
করোনায়আক্রান্ত হওয়ার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ। ঘরোয়া এই টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগে রুটিন পরীক্ষা করান মাহমুদউল্লাহ। ৬ নভেম্বর তার শরীরে করোনা সনাক্ত হয়।
নিশ্চিত হতে পরদিন পরীক্ষা করান অভিজ্ঞ এই ক্রিকেটার। ওই পরীক্ষাতেও ফল পজিটিভ আসে। নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়া মাহমুদউল্লাহ ১৪ দিনের আগেই করোনামুক্ত হলেন।
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলার অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহ বুধবার থেকেই অনুশীলন শুরু করতে পারবেন। জেমকন খুলনায় সাকিব আল হাসানকে সঙ্গী হিসেবে পেয়েছেন তিনি।