করোনার প্রকোপে কমছে জাতীয় লিগের ভেন্যু সংখ্যা
করোনাভাইরাসের প্রকোপ কমতে থাকায় জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফেরানো হয়েছে ঘরোয়া ক্রিকেট। দেশের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে লঙ্গার ভার্সনের এই টুর্নামেন্টের ম্যাচগুলো। কিন্তু হঠাৎ-ই করোনার প্রকোপ বেড়ে গেছে। তাই জাতীয় লিগের ভেন্যুও কমিয়ে আনা হচ্ছে। তৃতীয় রাউন্ড থেকে জাতীয় লিগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি ভেন্যুর চারটি মাঠে।
জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে বিকেএসপির চার নম্বর মাঠ, খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম, রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম ও বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে। তৃতীয় রাউন্ড থেকে বিকেএসপির দুটি মাঠ ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বুধবার বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় দলের ম্যানেজার আলী হোসেন। তিনি বলেন, 'তৃতীয় রাউন্ড থেকে জাতীয় লিগ হবে দুটি ভেন্যুর চারটি মাঠে। বিকেএসপির দুটি মাঠ ও শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে।'
জাতীয় লিগের প্রথম রাউন্ড ভালোয় ভালোয় শেষ হয়। কিন্তু এরপরই বাধে বিপত্তি। বরিশাল বিভাগের হয়ে খেলা বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল করোনায় আক্রান্ত হন। রংপুর বিভাগের হয়ে খেলা যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য আকবর আলী, নাঈম ইসলাম, আলাউদ্দিন বাবুরাও করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণেই ভেন্যু কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেশ কয়েকজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেও স্বাস্থ্যবিধি মেনেই জাতীয় লিগ পরিচালনা করা হচ্ছে। ক্রিকেটারদের রাখা হয়েছে জৈব সুরক্ষা বলয়ে। এ নিয়ে আলী হোসেন বলেন, 'আমরা ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রেখেছি। হোটেল থেকে মাঠ ও মাঠ থেকে হোটেল ছাড়া কোথাও কেউ যাতায়াত করছে না। বিকেএসপিতে যখন খেলা হবে তখন ক্রিকেটাররা বিকেএসপিতেই থাকবে। কক্সবাজারে হোটেলে জৈব সুরক্ষা বলয়ের ব্যবস্থা করেই রাখা হবে।'