করোনায় আক্রান্তের এক সপ্তাহ পর হাসপাতালে ভর্তি শচীন
ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দশম বছর পূর্তিতে হাসপাতালে ভর্তি শচীন টেন্ডুলকার।
ঠিক ১০ বছর আগে ওয়াংখেড়েতে সতীর্থদের কাঁধে চেপে ঘুরেছিলেন। নিজের ক্যারিয়ারের সেই অন্যতম সেরা দিনের দশম বছর পূর্তিতে হাসপাতালে ভর্তি হতে হল ভারতের ক্রিকেট কিংবদন্তীকে।
গত সপ্তাহেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি।
টুইটারে সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করে শচীন জানান, চিকিৎসকদের পরামর্শমতো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপাতত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকদিনের মধ্যে বাড়িতে ফিরে আসবেন তিনি। সেই সঙ্গে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের দশম বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন।