করোনা প্রতিরোধে ৫১ কোটি রুপি দান করল কোহলিদের বোর্ড
সবখানে একই অবস্থা। সংবাদমাধ্যমে একটাই খবর- করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বজুড়ে এমনভাবে থাবা বসিয়েছে যে, সবখানে স্থবিরতা নেমে এসেছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এমন অবস্থায় করোনা প্রতিরোধে যে যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
করোনা মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারত সরকারকে বড় ধরনের আর্থিক সহায়তা দিচ্ছে বিসিসিআই। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ কোটি রুপি দেবে তারা।
ভারতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে ৯৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫ জন, চিকিৎসায় সুস্থ হয়েছেন ৮৬ জন।
পরিস্থিতি বিবেচনায় পুরো ভারতকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সতর্কতায় লকডাউনের ঘোষণায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'ভারতকে বাঁচাতে প্রতিটি রাস্তা ও এলাকা লকডাউন রাখতে হবে। ঘরের বাইরে বেরনো পুরোপুরি বন্ধ।'
করোনার কারণে বিশ্বব্যাপী সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় একটি ম্যাচ খেলে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। ইংল্যান্ড-শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা-ভারত সিরিজ স্থগিত হয়ে গেছে। বাংলাদেশর তৃতীয় দফার পাকিস্তান সফর ও আয়ারল্যান্ড সফরও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।