কাবুলে অনুশীলন শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল
একে একে প্রাদেশিক রাজধানী দখল করে নেওয়ার পর আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। প্রতিদিনই হচ্ছে প্রাণহানি, জীবন বাঁচাতে ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর-বাড়ি ফেলে দেশ ছাড়ছে হাজারও মানুষ। ভয়, উৎকণ্ঠা আর জীবন শঙ্কার মাঝে দেশটির ক্রিকেটের জন্য সুসংবাদ এলো; বুধবার থেকে কাবুলে অনুশীলন শুরু করেছে আফগানিস্তান ক্রিকেট দল।
পুরো আফগানিস্তান জুড়েই নৈরাজ্য। এমন অবস্থায় দেশটির খেলাধুলার ভবিষ্যত প্রশ্নের মুখে পড়ে গেছে। আফগানদের গর্বের জায়গা ক্রিকেট, এই ক্রিকেটের ভবিষ্যত নিয়েও শঙ্কা জেগেছিল। প্রশ্ন উঠছিল, কী হবে আফগান ক্রিকেটের? ভবিষ্যতের কথা না বলা গেলেও আপাতত স্বস্তিই ফিরেছে আফগান ক্রিকেটে। পাকিস্তান সিরিজের জন্য কাবুলে অনুশীলন শুরু করেছে আফগান ক্রিকেট দল।
আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে আফগানিস্তানের। ১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে বাবর আজমের দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে আফগানরা। ম্যাচ তিনটি আইসিসি সুপার লিগের অংশ। এই সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল। কিন্তু আরব আমিরাতে আইপিএল থাকায় ওয়ানডে সিরিজটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের অনুশীলনের ছবি পোস্ট করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) লিখেছে, 'আসন্ন ম্যাচের প্রস্তুতি নিতে কাবুলে অনুশীলনে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। পাকিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে শিগগিরই শ্রীলঙ্কা যাবে আফগান ক্রিকেট দল।'
নতুন ব্যাটিং কোচও নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার সাবেক ওপেনার আভিস্কা গুণাবর্ধনেকে ব্যাটিং কোচ করা হয়েছে। যদিও টুইটারে লঙ্কান এই কোচের নিয়োগের ব্যাপারটি জানিয়ে পরে টুইট মুছে ফেলা হয়। তবে ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পাকিস্তান সিরিজে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গুণাবর্ধনে।
ক্রিকেটের সঙ্গে কোনো বিরোধ নেই বলে এর আগে বক্তব্য দিয়েছেন তালেবানের এক শীর্ষ নেতা। তিনি জানান, আফগানিস্তানে ক্রিকেট তারাই এনেছিলেন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমরা ক্রিকেটের বিপক্ষে নই, আমরা ক্রিকেটের আরও উন্নতি করব। আফগানিস্তানে আমরাই ক্রিকেট এনেছিলাম, এটা ভুলে গেলে চলবে না।'