কেনিয়ার বিশ্ব রেকর্ডধারী দৌড়বিদের রহস্যজনক মৃত্যু
দুইবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পাওয়া কেনিয়ার বিশ্ব রেকর্ডধারী দৌড়বিদ অ্যাগনেস তিরপকে তার নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ জানা যায়নি এখনও।
২৫ বছর বয়সী এই দৌড়বিদ টোকিও অলিম্পিকে ৫,০০০ মিটার দৌড়ে কেনিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন। এই প্রতিযোগিতায় চতুর্থ হয়েছিলেন তিনি।
অ্যাথলেটিক্স কেনিয়া জানিয়েছে, এখনও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি। তিরপের মৃত্যুর খবর নিশ্চিত করে দেওয়া এক বিবৃতে তারা লিখেছে, "আমরা এখনও তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানার জন্য কাজ করছি।
"আজ কেনিয়া একটি রত্ন হারিয়েছে। তিনি ট্র্যাকের চোখ ধাঁধানো পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে সবচেয়ে দ্রুত উন্নতি করতে থাকা ক্রীড়াবিদদের একজন ছিলেন।"
গত মাসে জার্মানিতে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় মেয়েদের ১০ কিলোমিটার দৌড়ের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিরপ। ৩০:০১ মিনিটে দৌড় শেষ করা তিরপ পূর্বের রেকর্ডধারীর চেয়ে ২৮ সেকেন্ড কম সময় নিয়েছিলেন।
১০ হাজার মিটার দৌড়ে ২০১৭ ও ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিরপ। ২০১৫ সালের বিশ্ব ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছিলেন এই দৌড়বিদ।
সূত্র: দ্য গার্ডিয়ান।