কোহলির সাম্রাজ্য এখন স্টোকসের
২০১৯ সালটা স্বপ্নের মতো কেটেছে বেন স্টোকসের। ইংল্যান্ড ক্রিকেট দলের দুঃসময়ে রূপকথার রাজকুমারের মতো করে হাজির হয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। স্টোকসের বীরত্বেই রুদ্ধশ্বাস ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা স্টোকস অ্যাশেজ সিরিজেও কান্ডারি হয়ে দেখা দেন। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলে ইংলিশদের জেতান তিনি। এই দুটি ইনিংসের পুরস্কার ম্যাচ শেষেই পেয়েছেন স্টোকস।
এবার আরও বড় পুরস্কার মিলল ইংলিশ অলরাউন্ডারের। এই দুই পারফরম্যান্স দিয়ে ২০১৯ সালের উইজডেনের লিডিং ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টোকস।
ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের ক্রিকেটার্স অ্যালমানাকের ১৫৭তম সংস্করণে ২০১৯ সালের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে স্টোকসকে। নারী ক্রিকেটারদের মধ্যে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি।
উইজডেনের গত তিন সংস্করণের সেরা ক্রিকেটার ছিলেন বিরাট কোহলি। এবার সেই মুকুট উঠলো স্টোকসের মাথায়। বর্ষসেরা হিসেবে জায়গা হয়েছে জফরা আর্চার (ইংল্যান্ড), প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া), সাইমন হারমার (দক্ষিণ আফ্রিকা), এলিস পেরি (অস্ট্রেলিয়া) ও মার্নাস ল্যাবুশেনের (অস্ট্রেলিয়া)।
টি-টোয়েন্টির লিডিং ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।