ঘর মোছা, কাপড় ধোয়ায় ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা
টানা ম্যাচ, অনুশীলন, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ; সব মিলিয়ে পুরো বছর কাটে চরম ব্যস্ততায়। হঠাৎ সেই ব্যস্ততা উধাও। খেলা নেই, সুযোগ নেই অনুশীলনেরও। বাইরে বের হবেন, সেটারও অবস্থা নেই। বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে সবখানেই এখন স্থবিরতা।
বাকি সবার মতো তাই ঘরবন্দী অবস্থায় দিন কাটাতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদেরও। খেলার ফাঁকে একটু ফুরসত খোঁজা ক্রিকেটাররা এখন হয়ে পড়েছেন কর্মহীন। বাসাতেই সময় কাটছে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, জাসপ্রিত বুমরাহদের।
অবশ্য ঘরবন্দী হয়ে থাকলেও কেউ-ই বসে নেই। ফিটনেস নিয়ে প্রতিদিনই কাজ করছেন কোহলি-পান্ডিয়ারা। সঙ্গে ঘরের কাজও করছেন বুমরাহ-শ্রেয়াশ আইয়াররা।
কদিন আগে করোনা সতর্কতায় ক্রিকেটারদের দিক-নির্দেশনা দিয়েছিল বিসিসিআই। যেখানে ক্রিকেটারদের ঘরের কাজও করতে বলেছিল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বোর্ডের নির্দেশনা যে মজা হিসেবে নেননি ভারতীয় ক্রিকেটাররা, সেটা গত কয়েকদিনে বোঝা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় ক্রিকেটারদের বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে জাসপ্রিত বুমরাহ, শ্রেয়াস আইয়ার, শিখর ধাওয়ানদের ঘরের কাজ করতে দেখা গেছে।
নিজের অফিসিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করেছেন শ্রেয়াস আইয়ার। যেখানে ডানহাতি এই ব্যাটসম্যানকে ঘরের মেঝে মুঝতে দেখা যায়। ভিডিওটি পোস্ট করে তরুণ এই ক্রিকেটার লিখেছেন, 'পরিস্কার করাও মজার কাজ হতে পারে।'
ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহও তার ঘরের মেঝে পরিস্কার করার একটি ভিডিও পোস্ট করেঝোছেন। এরআগে বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ান তার কাপড় ধোয়ার ভিডিও পোস্ট করেন।
করোনাভাইরাসের কারণে পুরো ভারতকে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ মোদি। এখন পর্যন্ত ভারতে ১ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩২ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ১০২ জন।