জর্ডানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের বড় হার
শক্তিতে জর্ডানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশের মেয়েরা; সেটা অজানা কিছু নয়। তবু ভালো প্রস্তুতি হওয়ায় নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়ের কথা জানিয়েছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী। কিন্তু মাঠের লড়াইয়ে প্রত্যয়ী বাংলাদেশের দেখা মিললো না। মেয়েদের এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের বিপক্ষে মেনে নিতে হলো বড় হার।
রোববার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের বুনিয়দকর স্টেডিয়ামে 'জি' গ্রুপের ম্যাচে জর্ডানের বিপক্ষে ৫-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নামবেন সাবিনা-কৃষ্ণারা।
জর্ডানের সঙ্গে বাংলাদেশের ব্যবধান বুঝতে শুধু র্যাঙ্কিংয়ের দিকে তাকালেই চলবে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৪ ধাপ এগিয়ে জর্ডান। বর্তমানে ৬৩ নম্বরে আছে তারা, বাংলাদেশের অবস্থান সেখানে ১৩৭ নম্বরে। মাঠের লড়াইয়েও দুই দলের ব্যবধান ছিল স্পষ্ট।
৩৫তম মিনিটে এগিয়ে যায় জর্ডান। দলের হয়ে প্রথম গোলটি করেন শাহনাজ জেবরিন। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করে জর্ডান, এই গোলটি করেন বানাজাইদ আল বিতার।
দ্বিতীয়ার্ধে আরও তোপের মুখে পড়তে হয় বাংলাদেশ। এক মাইশা জিয়াদ জেবারাহর কাছেই অসহায় হয়ে পড়েন সাবিনা-কৃষ্ণারা। মাত্র ১৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৬২, ৬৭ ও ৭৭তম মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন জর্ডান অধিনায়ক।
সর্বশেষ ২০১৪ সালে এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে খেলেছে বাংলাদেশ। দেশের মাটিতে হলেও সেই অভিজ্ঞতা মোটেও মনে রাখার মতো হয়নি বাংলাদেশের। তিনটি ম্যাচেই বড় ব্যবধানে হার মানে ঘরের মাঠের দলটি। থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ গোলের হারে শুরু হয়। এরপর ইরানের বিপক্ষে ২-০ এবং ফিলিপিন্সের বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ।