পিছিয়ে পড়েও ভুটানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে পিছিয়ে পড়েও ভুটানকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এক গোল হজমের পরও সাবিনারা ম্যাচ জিতেছিলেন ৫-১ ব্যবধানে।
প্রথম ম্যাচের মতোই আজ দ্বিতীয় ম্যাচেও পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথমে দুই গোল হজম করেও বাংলাদেশের মেয়েরা ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতেছে বড় ব্যবধানে। ভুটানকে সাবিনারা হারিয়েছেন ৪-২ গোলের ব্যবধানে।
ভুটানের চেয়ে তুলনামূলকভাবে শক্তিশালী বাংলাদেশের নারী দল। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৪০ নম্বরে, ভুটান আছে ১৭৩তম স্থানে। র্যাঙ্কিংয়ে ৩৩ ধাপ পিছিয়ে থাকা ভুটান প্রথম গোল করে বাংলাদেশকে চমকে দেয়। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ২২ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে বসে ভুটান।
১৫তম মিনিটে মাঝমাঠ থেকে সতীর্থর লম্বা ক্রসে বল পেয়ে বক্সে ঢুকে পেমার ক্রসে জাল কাঁপান ডেকি লাজোম। ২২ মিনিটে তিনি নিজের দ্বিতীয় গোল করেন। বাংলাদেশ চাপে পড়লেও প্রথম ম্যাচের ফিরে আসার অভিজ্ঞতা কাজে লাগায় এই ম্যাচেও।
প্রথমার্ধেই দুই গোল পরিশোধ করে বাংলাদেশ। ম্যাচের ৩৫ মিনিটে লাল-সবুজের হয়ে প্রথম গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৪০ মিনিটে দলকে সমতায় ফেরান প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা সাগরিকা।
এরপর দ্বিতীয়ার্ধে রিতুপর্ণা চাকমা করেন জোড়া গোল। ৬২ ও ৮৬ মিনিটে বাংলাদেশের তৃতীয় এবং চতুর্থ গোলটি করেন তিনি। আর এতে বড় জয় নিশ্চিত হয় সফরকারীদের।