জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড় খুন
জাতীয় কাবাডি দলের সাবেক খেলোয়াড় কাইয়ুম সিকদার খুন হয়েছেন। গত ২৬ মে রাত ৯টার দিকে নড়াইলের নড়াগাতি থানার কালিনগর এলাকায় খুনের এই ঘটনা ঘটে।
বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড় কাইয়ুম সিকদারের খুনের বিষয়ে বাংলাদেশ কাবাডি ফেডারেশন জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিপক্ষ দলের হাতে খুন হন কাইয়ুম।
জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও রেফারি কাইয়ুমের বাবা হাসু সিকদার আওয়ামী লিগের নেতা। তিনি কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
কাইয়ুমের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। কাইয়ুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
বাংলাদেশের কাবাডির অগ্রযাত্রায় যাদের বড় অবদান, তাদের মধ্যে অন্যতম ছিলেন জাতীয় কাবাডি দলের পরিচিত মুখ কাইয়ুম। ১৯৯৫ সালে মাদ্রাসে অনুষ্ঠিত সাফ গেমসে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। এরপর ১৯৯৯ সাফ গেমসে বাংলাদেশের হয়ে খেলেন তিনি।
১৯৯৮ এশিয়ান গেমসে জাতীয় কাবাডি দলের অন্যতম সদস্য ছিলেন কাইয়ুম। খেলোয়াড়ি জীবনের পর রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১০ সালে গুয়াংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমস ও ২০১০ মাস্কট বিচ গেমসে রেফারির দায়িত্ব পালন করেন কাইয়ুম।