জাতীয় ফুটবল দলের নতুন কোচ পর্তুগালের মারিও লেমোস
সাফ চ্যাম্পিয়নশিপের আগে হঠাৎ-ই পরিবর্তন আনা হয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদে। জেমি ডেকে সরিয়ে অন্তর্বর্তীকালীন কোচ করা হয় অস্কার ব্রুজোনকে। আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চার জাতির টুর্নামেন্টেও ব্রুজোনের হাতে দলের দায়িত্ব রাখতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু টানা ১৩ মাসের কাজের দখলে দায়িত্ব নিতে চাননি স্প্যানিশ এই কোচ। তাই আবারও কোচের পদে পরিবর্তন আনা হয়েছে।
বাংলাদেশের নতুন খন্ডকালীন প্রধান কোচ করা হয়েছে পর্তুগালের মারিও লেমোসকে। আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় চার জাতির টুর্নামেন্টে জামাল-মতিনদের কোচিংয়ের দায়িত্বে থাকবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
বর্তমানে আবাহনী লিমিটেডের কোচের দায়িত্বে থাকা ৩৫ বছর বয়সী লেমোসকে কেবল এই টুর্নামেন্টের জন্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ দলে আগেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে পর্তুগিজ এই কোচের। ২০১৭-১৮ তে জাতীয় দলের ফিটনেস কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
লেমোসকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে কাজী নাবিল আহমেদ বলেন, 'জাতীয় দলের বিভিন্ন প্রতিযোগিতায় ক্লাবগুলোর কোচদের দেওয়া হচ্ছে। লেমোসসকে এবার শ্রীলঙ্কায় চারজাতির টুর্নামেন্টে বাংলাদেশের কোচ করা হয়েছে। তার অধীনে শ্রীলঙ্কাতে খেলবে বাংলাদেশ।'
লেমোসের অধীনে আবাহনী ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়। এ ছাড়া এএফসি কাপের আন্তআঞ্চলিক সেমি-ফাইনালে খেলে। এসব বিষয় তাকে জাতীয় দলের কোচ হতে সাহায্য করেছে। নাবিল আহমেদ বলেন, 'লেমোস কয়েক বছর ধরে এখানে কাজ করছে। সব খেলোয়াড়কে চেনা আছে। আমাদের খেলা সম্পর্কে ধারণা আছে। আবাহনীর হয়ে ফেডারেশন কাপে সাফল্য পেয়েছে। এএফসি কাপেও সাফল্য আছে। যে কারণে আমরা তাকে পছন্দ করেছি।'
ইংলিশ কোচ জেমি ডের সঙ্গে এখনও চুক্তি আছে বাফুফের। আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত তার সঙ্গে বাফুফের চুক্তি। এ কারণেই অন্তর্বর্তীকালীন কোচ বেছে নিচ্ছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সাফে দায়িত্ব পাওয়া ব্রুজোন প্রশংসা কুড়িয়েছেন। ফাইনাল খেলতে না পারলেও বাংলাদেশের পারফরম্যান্স নজর কাড়ে।