বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দলে তিন নতুন মুখ
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন তিনজন। আজ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেন।
বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে মার্চের ২১ ও ২৬ তারিখ ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। এর আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ ফুটবল দল। ১ মার্চ সৌদি আরব রওনা দেওয়ার আগে আজ ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।
চলতি প্রিমিয়ার লিগে নজর কেড়ে দলে জায়গা করে নিয়েছেন তিন নতুন মুখ—রাব্বি হোসেন রাহুল, সৈয়দ কাজেম শাহ ও মোহাম্মদ তাজউদ্দিন। এর আগে প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন, কিন্তু জাতীয় দলের মূল দলে খেলা হয়নি এমন খেলোয়াড়ও আছেন এবারের প্রাথমিক দলে। তারা হলেন ফয়সাল আরমান আকাশ, চন্দন রায়, শাহরিয়ার ইমন ও মাহফুজ হাসান প্রীতম।
এদিকে গত বছর সেপ্টেম্বরে বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপে এএফসি কাপ খেলতে গিয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় দল থেকে বাদ পড়া তপু বর্মণ ও আনিসুর রহমান জিকোও আছেন প্রাথমিক দলে। তবে চোটের কারণে ২৮ জনের দলে জায়গা হয়নি জাতীয় দলের মূল একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় শেখ মোরছালিন ও তারিক কাজীর।
গত ডিসেম্বরে ফেডারেশন কাপে পায়ের পাতায় চোট পেয়েছিলেন মোরছালিন। এবারের প্রিমিয়ার লিগে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। অন্যদিকে ফেব্রুয়ারির শুরুতে ফেডারেশন কাপের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন তারিক কাজী। সেই চোট এতোটাই গুরুতর যে এখন পর্যন্ত অনুশীলনে ফেরার অবস্থায় নেই এই ডিফেন্ডার।