জার্মান ফুটবল দল বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ
মধ্য আকাশে আকস্মিক যান্ত্রিক গোলযোগের জন্য জার্মান ফুটবল দলকে বহনকারী বিমান বুধবার স্কটল্যান্ডের এডিনবুরা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
যুক্তরাজ্যের পূর্ব উপকূলের অ্যাব্রথ থেকে প্রায় তিন মাইল পশ্চিমে ও সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯ হাজার ফুট উপরে থাকা অবস্থায় ঝামেলার পড়ে বিমানটি। এরপর পশ্চিম দিকে আকস্মিক মোড় নেয়।
জার্মান দলকে বহন করা এই বিমান এরপর ২০ মিনিটের মধ্যে স্কটিশ রাজধানীতে অবতরণ করে। বিমানবন্দরে অবতরণের আগ পর্যন্ত জরুরি অবস্থা ঘোষণা করে রেখেছিল বিমানটি।
ঠিক কী গোলযোগের জন্য এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, তা এখনো জানা যায়নি।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আইসল্যান্ডকে ৪-০ গোল হারিয়ে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জার্মান দল। চেলসির টিমো ভের্নার, অ্যান্টনিয়ো রুডিগার, ম্যানচেস্টার সিটির ইকাই গুন্ডোগানসহ ওই ম্যাচে খেলা সব জার্মান তারকাই বিমানে ছিলেন বলে জানা গেছে।
বোয়িং ৭৩৭ ঘরানার বিমানটিকে ডান্ডি থেকে অ্যাব্রথের মাঝখানে আকস্মিক মোড় নিতে দেখা যায়। ডানফার্মলাইন ও ফালকির্ক শহরের আশেপাশে কিছুক্ষণ ঘুরাঘোরি করে স্থানীয় সময় বিকাল ৮টায় এডিনবুরা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
জার্মান দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, 'নিরাপত্তা সবার আগে। সতর্কতাস্বরূপ এডিনবুরা বিমানবন্দরে (বিমানটি) অবতরণ করা হয়েছে। এখান থেকে ব্যক্তিগত পর্যায়ে ফিরতি যাত্রার পরিকল্পনা করা হয়েছে।'
এরপর আরেক টুইট বার্তায় বলা হয়, 'আমরা সবাই ভালো আছি। বিমানটির নিরাপত্তাব্যবস্থা পরীক্ষা করা চলছে।'
আইসল্যান্ডের রিকজভিক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে উড্ডয়ন করেছিল ওই বিমান।
-
সূত্র: ডেইলি মেইল