জিম্বাবুয়েতে সাকিবের ব্যাটিং শো, সাইফ-শান্তদের ব্যাটে রান
একমাত্র টেস্ট খেলার আগে জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ প্রথম দিনটা দারুণ কাটিয়েছে। ওপেনার সাদমান ইসলাম অনিক ছাড়া ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন সবাই। দীর্ঘদিন ধরে বাজে সময় কাটানো সাকিব আল হাসান ওয়ানডে স্টাইলে দারুণ এক ইনিংস খেলেছেন।
জিম্বাবুয়ের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে প্রথম দিনের ৯০ ওভারে ৩.৪৭ গড়ে ২ উইকেটে ৩১৩ রান তুলেছে বাংলাদেশ। ২টি উইকেট গেলেও বাংলাদেশের ৮ জন ব্যাটসম্যান ব্যাটিং করেছেন। অন্যদের ব্যাটিং করার সুযোগ দিতে বাকিরা স্বেচ্ছায় মাঠ ছাড়েন। দ্রুত গতিতে ব্যাট চালানো সাকিব খেলেছেন সর্বোচ্চ রানের ইনিংস।
টেস্ট মেজাজের ব্যাটিংয়েই শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও সাইফ হাসান। ১০.৪ ওভারে ১৬ রান পায় বাংলাদেশ। তখনও রানের খাতা খোলেননি সাদমান। এরপর অবশ্য আর সুযোগও পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ৩০ বলে কোনো রান না করা সাদমানকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের পেসার লুক জঙ্গুয়ে।
এরপর পুরো দিনে বাংলাদেশ আর একটি উইকেট হারিয়েছে, সেটা অধিনায়ক মুমিনুল হকের। দলীয় ১৯২ রানের মাথায় তাকে ফেরান ব্রাইটন চিপুঙ্গু। এরআগে ৭৭ বলে একটি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন মুমিনুল। বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের কাউকে আউট করতে পারেনি জিম্বাবুয়ে।
ওপেনার সাইফ হাসান ১০৮ বলে ১৩টি চার ও একটি ছক্কায় ৬৫ রান করেন স্বেচ্ছায় মাঠ ছাড়েন। ডানহাতি এই ব্যাটসম্যান ৬৫ রানের মধ্যে ৫৮ রানই তোলেন চার-ছক্কায়। নাজমুল হোসেন শান্তও রানের দেখা পেয়েছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ১০৭ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫২ রান করে মাঠ ছাড়েন।
সাকিব খেলেন পুরো মারকুটে মেজাজে। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ৫৬ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ৭৪ রান করে ব্যাটিং ছাড়েন। সাকিবের ৭৪ রানের মধ্যে ৬২ রানই বাউন্ডারি থেকে। এরপর লিটন কুমার দাস ৮২ বলে ৪টি চারে ৩৭ রান করে ব্যাটিং ছাড়েন। মাহমুদউল্লাহ রিয়াদ ৭১ বলে ৮টি চারে ৪০ রানে ও মেহেদী হাসান মিরাজ ৫ রানে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ৭ জুলাই। এদিন মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি। ১৬, ১৮ ও ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। ২৩, ২৫ ও ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সব ম্যাচ হবে হারারেতে।