জয়সূচক সেই রানের সময় কোথায় ছিলেন, প্রশ্ন মাশরাফির
মুনাফ প্যাটেলের করা তৃতীয় ডেলিভারিটি কভারে ঠেলে দিয়েই মুশফিকুর রহিমের দৌড়। ততোক্ষণে অন্য প্রান্তে পৌঁছে গেছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের স্কোরকার্ডে এই রানটি যোগ হতেই পোর্ট অব স্পেনে লেখা হয়ে যায় ইতিহাস। বিশ্বকাপ মঞ্চে ভারতকে হারিয়ে বিজয় কেতন ওড়ায় বাংলাদেশ।
ওয়ানডে ম্যাচটা ১৩ বছর আগের। এরপর ভারতের বিপক্ষে আরও ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিন্তু সেই জয়টা বিশেষ। তাই তো ১৩ বছর আগের হলেও ১৭ মার্চ আসতেই দিনটার কথা মনে পড়ে গেছে সেই ম্যাচের সেরা খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজার। সেই ম্যাচের কথা মনে করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন মাশরাফি।
১৩ বছর আগে পাওয়া সেই জয়ের কথা মনে করিয়ে মাশরাফির তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, '১৩ বছর আগে আজকের এই দিনে আইসিসি বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারিয়েছিলাম আমরা। জয়সূচক সেই রান নেওয়ার সময় আপনি কোথায় ছিলেন?'
মাশরাফি নিজে ফিরে গেছেন ১৩ বছর আগে, ভক্তদেরও যেন ১৩ বছর আগে ফিরিয়ে নিতে চাইলেন তিনি। কোথায় বসে জয়সূচক রানটি নিতে দেখেছিলেন, মাশরাফির এমন প্রশ্নে ভক্ত-সমর্থকরা পুরনো স্মৃতির পাতা উল্টে দিয়েছেন উত্তর। কে কোথায় সেই ম্যাচটি দেখেছিলেন, পোস্টের নিচে সেটার উত্তর দিয়েছেন অনেক ক্রিকেটভক্ত।
আজকের এই দিনেই ৫ উইকেটের জয় তুলে নিয়ে ২০০৭ বিশ্বকাপ থেকে ভারতকে বিদায় করে দেয় বাংলাদেশ। বল হাতে আগুন ঝরিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেন তরুণ মাশরাফি। ৯.৩ ওভারে ৩৮ রান খরচায় ৪ উইকেট তুলে নেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
ডানহাতি এই পেসার শুরুতেই উপড়ে ফেলেন বীরেন্দর শেবাগের উইকেট। এরপর রবিন উথাপ্পা, অজিত আগারকার ও মুনাফ প্যাটেলের উইকেট নেন মাশরাফি। তার সঙ্গে বল হাতে স্পিন ভেল্কি দেখান আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ রফিক।
দুজনই তিনটি করে উইকেট নেন। এরপর ব্যাট হাতে তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিতে অবিস্মরণীয় জয় তুলে নেয় বাংলাদেশ।