টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারে শুরু হয়েছে বাংলাদেশের। সংক্ষিপ্ত এই ফরম্যাটেও কোণঠাসা অবস্থায় বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারলেই সিরিজ খোয়াতে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে।
সিরিজে টিকে থাকার ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচটি শুরু হবে।
নেপিয়ারে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গা হয়নি। ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করা তাসকিন আহমেদকে একাদশে ফেরানো হয়েছে।
আগের টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও নাসুম আহমেদের ওপর এই ম্যাচেও আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। চোটের কারণে এই ম্যাচেও খেলছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, হামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।