টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, কমেনি ওভার
ম্যাচ শুরুর করা ছিল ৬টায়। কিন্তু বৃষ্টির কারণে টসই করা গেল না। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টির টস হলো দেড় ঘণ্টা পরে এসে। খেলা শুরু হবে নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা পর, কালক্ষেপন হলেও ওভার কমেনি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনেনি। অস্ট্রেলিয়া তিনটি পরিবর্তন এনেছে। একাদশে নেই ওপেনার জস ফিলিপে এবং দুই পেসার মিচেল স্টার্ক ও অ্যান্ড্রু টাই। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন বেন ম্যাকডারমট, ড্যান ক্রিশ্চিয়ান ও নাথান এলিস। এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া দলে অভিষেক হচ্ছে ডানহাতি পেসার এলিসের।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, ময়জেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা ও জস হ্যাজেলউড।