এক ফোঁটাও আক্ষেপ নেই মাহমুদউল্লাহর
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন। নেতৃত্ব দেওয়া ম্যাচের সংখ্যাতেও সবার উপরে অবস্থান। ব্যাটে-বলে অবদান রেখেছেন, দেশের জয়ে হয়েছেন নায়কও। দীর্ঘ ক্যারিয়ারে অপূর্ণতা থাকলেও সাফল্যের দিকে তাকিয়ে হাসিমুখেই বিদায়ের ঘোষণাটা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণায় অভিজ্ঞ এই ক্রিকেটার জানালেন, এক ফোঁটাও আক্ষেপ নেই তার।
২০২১ সালে টেস্ট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। অনেকটা অভিমানেই দীর্ঘতম ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর কঠিন সময় গেছে তার। টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান, বাদ পড়েন দল থেকে। বিশ্রাম বলা হলেও সেটা ছিল দীর্ঘ 'ছুটি।' মাহমুদউল্লাহ এটাকে বাদ হিসেবেই ধরে নিয়েছিলেন। খেই না হারিয়ে নিজেকে প্রস্তুত করেছেন, প্রমাণ করেছেন পারফরম্যান্সে।
ক্রিকেট যুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রেরণাদায়ী গল্প লিখে বাংলাদেশ দলে ফিরে আসেন তিনি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে খেলেন সব ম্যাচ। যদিও দলের মতো মাহমুদউল্লাহও পারফরম্যান্সে থেকে যান অনুজ্জ্বল। এর কয়েক মাস পরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলার মিশনে তার ওপর ভরসা রাখে দল, আর এটাকেই বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিলেন তিনি।
দেশ থেকেই ঠিক করে যান ভারতে খেলবেন নিজের শেষ টি-টোয়েন্টি সিরিজ। সেই মোতাবেক আজ ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। ১২ অক্টোবর দিল্লিতে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে এই ফরম্যাটে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর আগে মাহমুদউল্লাহ বললেন, 'আমার আক্ষেপ নেই, এক ফোটাও আক্ষেপ নেই।'
২০০৭ সালে টি-টোয়েন্টিতে অভিষেক তার, দীর্ঘ ১৭ বছরে দেশের হয়ে খেলেছেন সর্বোচ্চ ১৩৯টি ম্যাচ। ২ হাজার ৩৯৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে মাহমুদউল্লাহ। দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া, 'বাংলাদেশের জন্য এতোগুলো বছর খেলা, এটা আমার জন্য বিশাল একটা বিষয়। ২০০৭ সালে শুরু করে এতোদিন পর্যন্ত আমি যতোদূর এসেছি, জানি না কতটুকু সফল হয়েছি। কিন্তু সত্যি বলতে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি খুশি।'
ক্যারিয়ারের 'হাইলাইটেড' মুহূর্ত ও দেশের মাটি থেকে বিদায় নেওয়ার প্রশ্নে মাহমুদউল্লাহ বলেন, '২০১৬ বিশ্বকাপে বেঙ্গালুরুর ম্যাচটা (ভারতের বিপক্ষে ১ রানের হার) আমার ক্যারিয়ারের সবচেয়ে হাইলাইটেড মুহূর্ত। একই সঙ্গে সেটা আমার শিক্ষণীয় মুহূর্তও। তবে ক্যারিয়ারের সেরা মুহূর্তের কথা বলবো ২০১৮'র নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে আমার ব্যাটে জেতানো ম্যাচ।'
'আমি এ রকমটা মনে করছি না। এখন যদি আমি মনে করি বাংলাদেশ থেকে অবসর নেব, তাহলে ব্যাপারটা ভালো দেখায় না। আর এটা ঠিকও হবে না হয়তো। তাই আমি মনে করছি এখনই সেরা সময় অবসর ঘোষণার জন্য।' ভারতের মাটিতে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে যাওয়া মাহমুদউল্লাহ টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন জিম্বাবুয়ে সফরে।