টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শামীমের অভিষেক
জিম্বাবুয়ে সফরে জয়ের ধারায় থাকলেও টস ভাগ্য পক্ষে আসছে না বাংলাদেশের। তিন ফরম্যাট মিলিয়ে আগের পাঁচ ম্যাচে কেবল একটিতে জস জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও টস জিতেছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ফিল্ডিংয়ে নামছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এই ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হচ্ছে বিশ্বজয়ী যুব দলের সদস্য শামীম হোসেন পাটোয়ারীর। বাংলাদেশের ৭১তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তরুণ এই অলরাউন্ডারের।
আগের ম্যাচে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া লিটন কুমার দাসকে বিশ্রাম দেওয়া হয়েছে। ডান পায়ের অ্যাঙ্কেলের চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকেও। তার জায়গায় একাদশে এসেছেন তাসকিন আহমেদ।
জিম্বাবুয়েও একাদশে দুটি পরিবর্তন এনেছে। একাদশে ফিরেছেন টেন্ডাই চাতারা ও মিল্টন শুম্বা। জায়গা হারিয়েছেন রিচার্ড এনগারাভা ও তারিসাই মুসাকান্দা।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা, টাডিওয়ানাশে মারুমানি, মিল্টন শুস্বা, ডিওন মায়ার্স, ওয়েসলে মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি ও টেন্ডাই চাতারা।