টেস্টের আগে শান্তর দাপুটে ডাবল সেঞ্চুরি
বিসিবি দক্ষিণাঞ্চলের অদ্ভুতুরে ইনিংস ঘোষণার সুযোগটি ভালোভাবেই কাজে লাগালেন নাজমুল হোসেন শান্ত। ওয়ালটন মধ্যাঞ্চলের বাঁহাতি এই ব্যাটসম্যান হেসে খেলেই সেঞ্চুরি পূর্ণ করেন দ্বিতীয় দিনে। তৃতীয় দিনে সেটাকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করেছেন পাকিস্তান সফর দিয়ে জাতীয় দলে ফেরা শান্ত।
এটাই তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছেও খেই হারাননি মধ্যাঞ্চলের এই ব্যাটং স্তম্ভ। ইনিংস ঘোষণার আগে ২৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। এটা শান্তর প্রথম শ্রেণির সেরা ইনিংস। এর আগে ১৯৪ রান ছিল তার ক্যারিয়ার সেরা।
তৃতীয় দিনে দাপুটে ব্যাটিং করেছেন বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান। ডাবল সেঞ্চুরি পূর্ণ করে রণমূর্তি ধারণ করেন শান্ত। এ সময় পুরো টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করেছেন তিনি। শেষ ৫২ রান তুলতে মাত্র ১৯ বল খরচা করেছেন তিনি।
যেভাবে এগোচ্ছিলেন, তাতে ক্যারিয়ারের ডাবল সেঞ্চুরিকে ট্রিপল সেঞ্চুরিতে রূপ দিতেও হয়তো বেশি সময় লাগতো না তার। কিন্তু স্কোরকার্ডে পাহাড়সম লিড (৫০৬ রানের লিড) আর দিনের হিসাব করে ইনিংস ঘোষণা করে দেয় ওয়ালটন মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলকে অলআউট করে জয় তুলে নিতে দেড়দিন সময় হাতে রাখতে চেয়েছে তারা।
শান্ত ১৫৩ বলে তুলে নেন প্রথম শ্রেণির সপ্তম সেঞ্চুরি। মেহেদী হাসানের বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে ২৮৮ বল খরচা করেন শান্ত। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হলেও শান্ত ছিলেন বেশ সাহসী। চার মেরে সেঞ্চুরি পূর্ণ করা টপ অর্ডার এই ব্যাটসম্যান মেহেদী হাসানকেই ছক্কা মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান।
এরপর শুরু হয় তার আসল ব্যাটিং শো। টি-টোয়েন্টি স্টাইলে দক্ষিণাঞ্চলের বোলারদের শাসন করতে থাকনে তিনি। শেষ পর্যন্ত ৩১০ বলে ২৫টি চার ও ৯টি ছক্কায় ২৫৩ রানে অপরাজিত থাকেন শান্ত।
তার এমন ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৮৫ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। বিসিবি দক্ষিণাঞ্চলের লক্ষ্য দাঁড়িয়েছে ৫০৭ রান। বিশাল লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৫ রানেই ওপেনার শাহরিয়ার নাফিসকে হারিয়েছে দলটি। ব্যাটিং করছেন এনামুল হক বিজয় ও ফজলে মাহমুদ রাব্বি।