টেস্ট শুরুর আগে এলোমেলো জিম্বাবুয়ে দল
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বেশ আগেই দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। দলটির নেতৃত্বে রাখা হয় শন উইলিয়ামসকে। কিন্তু ম্যাচের আগের দিন অধিনায়কের বদলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলেন অভিজ্ঞ ব্রেন্ডন টেলর।
শুরুতেই দলের পক্ষ থেকে জানানো হলো, হারারে টেস্ট খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়কের উইলিয়মসের। খেলবেন না আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রেইগ আরভিনও।
করোনা আক্রান্ত পরিবারের সদস্যদের সংস্পর্শে গিয়েছিলেন উইলিয়ামস ও আরভিন। জিম্বাবুয়ের জাতীয় স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী সতর্কতা হিসেবে আইসোলেশনে রাখা হয়েছে তাদেরকে। বুধবার থেকে শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে জিম্বাবুয়ের নেতৃত্বে থাকবেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন্ডন টেলর।
ব্যাট হাতে দলকে পথ দেখানোর মতো অধিনায়কত্বেও টেলর অভিজ্ঞ। এক সময়ের নিয়মিত এই অধিনায়ক জিম্বাবুয়েকে ৩৪টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। নিয়মিত ও ভারপ্রাপ্ত দায়িত্ব মিলিয়ে ১৫টি টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
গত এপ্রিলেও অধিনায়কের দায়িত্ব সামলাতে হয়েছে টেলরকে। চোট ও পারিবারিক কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ছিলেন না উইলিয়ামসন ও আরভিন। ওই সিরিজে নেতৃত্ব দেওয়া টেলর এবারও প্রস্তুত দল সামলাতে।
তরুণদের ওপর আস্থা রেখে লড়াইয়ে চোখ রাখছেন টেলর, 'আমরা অভিজ্ঞ কয়েকজনকে পাচ্ছি না। তবে রোমাঞ্চকর কিছু তরুণ ক্রিকেটার উঠে আসছে আমাদের। এটা তাদের জন্য বড় একটি সুযোগ। এই পর্যায়ে তারা কোথায় অবস্থান করছে, সেটি দেখার জন্য উপযুক্ত সময় এটিই। তাদের ওপর আমাদের আস্থা আছে।'