তবে কি এখানেই শেষ ধোনি অধ্যায়ের?
ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর শঙ্কা জেগেছে কিংবদন্তীতুল্য ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার নিয়ে। গত বিশ্বকাপে ভারতের হয়ে শেষবার মাঠে নামা ধোনির ক্রিকেট ক্যারিয়ার কি এখানেই শেষ?
দেশের হয়ে ৯০ টেস্ট খেলা ধোনি ক্রিকেটের দীর্ঘ ওই ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন ২০১৪ সালের ডিসেম্বরে। ওয়ান ডে দলের নেতৃত্ব ছেড়ে দেন ২০১৭ সালের জানুয়ারিতে। ২০১৯ সালের বোর্ডের বার্ষিক চুক্তিপত্রে গ্রেড এ তালিকায় ছিলেন ভারতের ইতিহাসের সফলতম এই অধিনায়ক।
কিন্তু বিশ্বকাপের পর আর এক দিনের ম্যাচ খেলেননি তিনি। যার ফলাফল হিসেবে, ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত বোর্ডের চুক্তিপত্রে ধোনির জায়গা হয়নি।
চুক্তিপত্রে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনির না থাকায় নানা মহলেই প্রশ্ন উঠেছে, তবে কি এখানেই ঘটতে যাচ্ছে ধোনির ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি?
ভারতীয় ক্রিকেট উপস্থাপক ও সাংবাদিক হার্শা ভোগলে এক টুইটার পোস্টে লিখেছেন, “বোর্ডের চুক্তিতে ধোনির না থাকা দেখে মনে হচ্ছে, শেষের সেই দিনটা এসেই গেল। চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির একটা অসাধারণ আইপিএলের জন্য মুখিয়ে আছি। তার পর... কে জানে!”
বৃহস্পতিবার এক বিবৃতিতে নতুন চুক্তির ২৭ জনের নামের তালিকা প্রকাশ করে বিসিসিআই।
ওই তালিকায় এ প্লাজ ক্যাটাগরিতে আছে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার রোহিত শর্মা ও বোলার জসপ্রিত বুমরাহ। তারা প্রত্যেকে বছরে সাত কোটি রুপি পাবেন।
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির ২৭ ক্রিকেটার
এ প্লাস (বছরে ৭ কোটি রুপি): বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ
এ (বছরে ৫ কোটি রুপি): রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, রিশাভ পান্ত, লোকেশ রাহুল
বি (বছরে ৩ কোটি রুটি): উমেশ যাদব, যুজবেন্দ্র চেহেল, হার্দিক পান্ডিয়া, ঋদ্ধিমান সাহা, মায়াঙ্ক আগারওয়াল,
সি (বছরে ১ কোটি রুপি): কেদার যাদব, মনিশ পান্ডে, হনুমা বিহারী, নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দুল ঠাকুর, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর।