তামিমদের পথ আরও কঠিন করলো চট্টগ্রাম
এমনিতেই খাদের কিনারে আছে ফরচুন বরিশাল। পা হড়কালেই পতিত হতে হবে নিকষ কালো অন্ধকারে। এমন সময়ে তাদেরকে বড় ধাক্কাই দিল প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ নিশ্চিত করা গাজী গ্রুপ চট্টগ্রাম।
বৃহস্পতিবারের দ্বিতীয় ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের দল ফরচুন বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। অথচ এই ম্যাচে ফর্মের তুঙ্গে থাকা লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও শরিফুলকে ছাড়াই মাঠে নেমেছিল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টে ৭ ম্যাচে এটা চট্টগ্রামের ষষ্ঠ জয়। এই জয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত হয়েছে চট্টগ্রামের।
অন্যদিকে এই হারে প্লে-অফের পথ আরও কঠিন হলো ৭ ম্যাচে ২ জয় পাওয়া বরিশালের। বাকি থাকা ম্যাচটি জিতেও মিনিস্টার গ্রুপ রাজশাহীর হারের কামনায় থাকতে হবে তাদের। বরিশাল ও রাজশাহী দুই দলই জিতলে রান রেটের হিসাবে প্লে-অফের চতুর্থ দল চূড়ান্ত হবে। শেষ ম্যাচে রাজশাহী হারলে এবং বরিশাল জিতলে প্লে-অফে উঠবে তামিমের দল। দুই জয়ে দুটি দলের পয়েন্টই চার।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে ফরচুন বরিশাল। সাইফ হাসান, অধিনায়ক তামিম ইকবাল ও আফিফ হোসেনের ব্যাটে ৬ উইকেটে ১৪৯ রান তোলে তামিম ইকবালের দল। জবাবে দুই ওপেনার সৈকত আলী ও সৌম্য সরকারের ব্যাটেই জয়ের খুব কাছে পৌঁছে যায় চট্টগ্রাম। ১৮.৪ ওভারে ১৫৩ রান তুলে জয় নিশ্চিত করে দলটি।
জয়ের লক্ষ্যে চট্টগ্রামকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার সৈকত আল ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৭৯ রান করেন তারা। সৈকত ৩৯ রান করে থামলেও ম্যাচসেরা সৌম্য টুর্নামেন্টে নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন। ৩৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬২ রানের অসাধারণ এক ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় ২৭ ও মোসাদ্দেক হোসেন ১২ রান করে দলের জয় নিশ্চিত করেন। বরিশালের সুমন খান ২টি ও মেহেদী হাসান মিরাজ একটি উইকেট নেন।
এরআগে ব্যাটিং করা ফরচুন বরিশালের হয়ে চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন। উইকেট পতনে দিক হারিয়েছে তারা, তেমনও নয়। তবু বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। উদ্বোধনী জুটিতেই ৮৭ রান যোগ করেন সাইফ হাসান ও তামিম ইকবাল। সাইফ ৩৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করেন। ৩৯ বলে ৫ চারে ৪৩ রান করেন তামিম। ১৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন আফিফ। চট্টগ্রামের সঞ্জিত সাহা, মোসাদ্দেক হোসেন ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন।